প্রতিবাদী মঞ্চের বৈধতা নিয়ে প্রশ্ন, অশান্তি ছড়ালে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ: রাকেশ রৌশন
বিশ্ব হিন্দু পরিষদের নেতা সুরেন্দ্র কুমার জৈনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কাছাড় প্রতিবাদী মঞ্চ নামের এক সংস্থার সোমবার ডাকা কাছাড় বন্ধকে কড়া ভাষায় খারিজ করলো জেলা প্রশাসন।
রবিবার সন্ধ্যায় জেলাশাসক ডাঃ এস লক্ষ্মণণ এবং পুলিশ সুপার রাকেশ রৌশন কড়া ভাষায় বন্ধটিকে খারিজ করেন এবং জানান যে সোমবার কোনো ধরনের বন্ধ বা এজাতীয় কার্যকলাপ জেলায় মেনে নেওয়া হবেনা।
লক্ষ্মণণ বলেন, প্রতিবাদী মঞ্চ নামের কোনও বৈধ সংস্থা জেলায় নেই এবং তারা বন্ধ পালন করার জন্য প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। তবে তারা বিভিন্ন মাধ্যমের সাহায্যে সোমবার কাছাড়ে বন্ধ পালন করবেন বলে প্রচার চালিয়েছেন। এতে জনমনে ব্যাপক সংশয় দেখা দিয়েছে।
প্রশাসনের তরফে বন্ধটি মানা হবেনা, সোমবার জেলায় সব ধরনের সরকারী প্রতিষ্ঠান খোলা থাকবে। জেলায় বন্ধের নামে যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ সুপার রাকেশ রৌশনও এদিন এক বার্তায় বলেন, বন্ধের নামে জেলায় কেউ অশান্তির পরিবেশ তৈরী করতে চাইলে পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নেবে।
এটা পড়ুন: সোমবার ১২ ঘন্টার কাছাড় বন্ধের ডাক দিলো প্রতিবাদী মঞ্চ; বন্ধের বিরোধিতায় হিন্দু ছাত্র সংঘ
উল্লেখ্য বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সংঘঠনের মন্ত্রী সুরেন্দ্র কুমার জৈন শিলচরে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণপূর্ব প্রান্তের উদ্যোগে আয়োজিত হিন্দু সম্মেলনে যোগ দিতে এসে গত সপ্তাহে কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে এনআরসির নামে একজন হিন্দুকেও ভারত ছাড়তে হবেনা, প্রয়োজনে আইন বদলে দেওয়া হবে। হিন্দুরা দেশভাগের শিকার হয়ে এদেশে এসেছেন, তাঁরা শরণার্থী। মুসলমানরা এদেশে আসার কোনো কারণ ছিলনা তবুও তারা অবৈধভাবে দলে দলে এদেশে এসে ঢুকেছেন। তারা অনুপ্রবেশকারী এবং তাদের এদেশ থেকে চলে যেতে হবে। কাজটি সরকার করতে না পারলে বিশ্ব হিন্দু পরিষদ করবে।
এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করে কাছাড় প্রতিবাদী মঞ। পাশাপাশি তারা সোমবার কাছাড় বন্ধের ডাক দেয়।
বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এর প্রতিবাদও জানায় এবং আজ প্রশাসনের এই কড়া বার্তার পর সোমবার জেলায় জনজীবন স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।
Comments are closed.