Also read in

এনআরসিতে নাম না থাকলেই বিদেশী নয়: স্বরাষ্ট্রমন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মঙ্গলবার জানিয়েছে যে, আগামী ৩১শে আগস্ট প্রকাশিতব্য এনআরসি তালিকায় যাদের নাম বাদ পড়বে, তারা যাতে পুনরায় আবেদন করতে পারেন, আসাম সরকার সেই ব্যাপারে যথোচিত ব্যবস্থা গ্রহণ করবে।

স্বরাষ্ট্র দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রতিটি ব্যক্তি যার নাম এনআরসির চূড়ান্ত তালিকায় স্থান পাবে না তারা বিদেশি ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। একমাত্র ফরেইনার্স ট্রাইবুনালই কাউকে বিদেশি হিসেবে ঘোষণা করার অধিকারী। তাই এনআরসির চূড়ান্ত তালিকায় নাম না থাকলেই কাউকে বিদেশি হিসেবে ঘোষণা করা যাবে না।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মঙ্গলবার এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয।

ওই প্রেস রিলিজে বলা হয়েছে যে, স্বরাষ্ট্রমন্ত্রক এই ব্যাপারে আবেদন করার জন্য সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করবে।

“যেহেতু, জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকায় স্থান না পাওয়া ব্যক্তিদের এই সময়সীমার মধ্যে বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করা সম্ভব নাও হতে পারে, তাই আবেদন করার সময়সীমা ষাট দিন থেকে বাড়িয়ে একশো কুড়ি দিন করা হবে” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আগামী ৩১শে আগস্ট প্রকাশিত হবে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা, আশঙ্কা করা হচ্ছে যে জাতীয় নাগরিক পঞ্জী থেকে বাদ পড়া কয়েক লক্ষ লোক রাষ্ট্রহীন হয়ে পড়বেন। এই আশঙ্কার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই ঘোষণা।

Comments are closed.