উত্তর পুর্ব ভারতের আমিরে শরিয়ত মওলানা তৈয়িবুর আইসিইউ তে, উৎকন্ঠা অনুরাগী মহলে
উত্তর পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামিরের আমিরে শরিয়ত আল্লামা তৈয়িবুর রহমান বড়ভুইয়া গুরুতর অসুস্থ হয়ে পড়ায় অনুরাগী মহলে উৎকন্ঠা দেখা দিয়েছে।৷
বর্তমানে শিলচরের ভ্যালি হাসপাতালের আই সি ইউ তে তিনি চিকিৎসাধীন। জানা গেছে, রবিবার তিনি বদরপুরে খতমে বোখারিতে অংশ গ্রহণ করেন। রাত একটা নাগাদ হাইলাকান্দির রাঙ্গাউটির বাড়িতে ফিরে আসেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সোমবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ এ আর মজুমদারের নেতৃত্বে চিকিৎসকের দল বাড়িতে ছুটে যান। কিন্ত মওলানা তৈয়িবুর রহমান বড়ভুইয়ার শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাঁকে দ্রুত শিলচর রেফার করেন।সেখানে গ্রেইস ওয়েল হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসায় কোনও সাড়া দেন নি। এরপর এদিন সন্ধ্যায় শিলচর ভ্যালি হাসপাতালের আই সি ইউ তে ভর্তি করা হয়। ডাঃ পি সাহার তত্বাবধানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে আমিরে শরিয়ত আল্লামা তৈয়িবুর রহমান বড়ভুইয়ার অসুস্থতার খবর চাউর হতেই নদওয়ার কর্মী সমর্থক, শুভানুধ্যায়ী, সহ বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যাক্তিরা উৎকন্ঠা ব্যক্ত করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। মওলানা তৈয়িবুর রহমান বড়ভুইয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় প্রার্থনা অনুষ্ঠিত হওয়ারও খবর পাওয়া গেছে।৷
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, আমিরে শরিয়তকে গুয়াহাটির রহমান হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। রাত ন’টায় এম্বুলেন্সে করে শিলচর থেকে গুয়াহাটির উদ্দ্যেশ্যে রওয়ানা হয়েছেন।
Comments are closed.