Also read in

৯টা নয়, পুজোয় রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে রেস্টুরেন্ট, রাজ্য সরকারের নির্দেশ

১২ অক্টোবর জারি করা রাজ্য সরকারের এসওপিতে বলা হয়েছিল পুজোর দিনগুলোতে রাজ্যের সবগুলো রেস্টুরেন্ট রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এতে অনেকেই কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন। ষষ্ঠীর সন্ধ্যায় রাজ্য সরকার এটি সংশোধন করে খোলা রাখার আরও দেড় ঘন্টা বৃদ্ধি করেছে। রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে রেস্টুরেন্ট। কিন্তু দুর্গাপুজার মন্ডপ রাত দশটায় বন্ধ হবে।

শিলচর শহরের রেস্টুরেন্ট মালিকরা এখনও ধন্দে আছেন, তারা কিরকম পরিস্থিতিতে দোকান খোলা রাখবেন সেটা পরিষ্কার করে বলা হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও এব্যাপারে কোনও স্পষ্ট গাইডলাইন জারি করা হয়নি।

দুর্যোগ মোকাবেলা বিভাগের সিইও জেসিকা রোজ লালসিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, রাজ্য সরকার যে গাইডলাইন দিয়েছেন সেটা মেনেই রেস্টুরেন্টগুলো খোলা থাকবে। তারা সাধারন কোভিড প্রটোকল মেনে খাবার বিক্রি করবেন। কোনওভাবেই যাতে জনসমাগম না হয়, শারীরিক দূরত্ব যাতে বজায় থাকে, প্রত্যেকে ঢোকার এবং বেরিয়ে যাওয়ার সময় যাতে মাস্ক পরে থাকেন এবং পর্যাপ্ত পরিমাণে সেনিটাইজার যাতে ব্যবহার করা হয়, এগুলো মেনে চলতে হবে।

রেস্টুরেন্টগুলো খোলা থাকলেও কাছাড় জেলায় রাস্তার পাশে ছোট দোকানগুলো পুজোর সময় খোলা যাবেনা। জেলা প্রশাসনের নির্দেশ রয়েছে কোন অস্থায়ী খাবার দোকান থাকবে না, ইতিমধ্যে এব্যাপারে মাইকে ঘোষণাও করা হয়েছে।

Comments are closed.