Also read in

কাগজ কল কর্পোরেটদের হাতে তুলে দিতে চক্রান্ত করে এটি বন্ধ করিয়েছে নরেন্দ্র মোদি সরকার: সুস্মিতা দেব

 

বরাক বুলেটিন, শিলচর ২৯ জানুয়ারি
কাগজ কল নিয়ে নরেন্দ্র মোদি সরকার কাছাড় তথা এরাজ্যের মানুষকে ঠকাচ্ছে। তারা এই অঞ্চলের সর্ববৃহৎ শিল্পটিকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই চক্রান্ত করে একে ধ্বংস করেছে। এখন আইনের সাহায্য নিয়ে এটি কম দামে বিক্রি করে দিতে চাইছে। তা নাহলে সারা দেশ ছেড়ে গুজরাট থেকে একজন ব্যবসায়ী এসে কেনো মিলটি কিনছে এবং কেনইবা একটি মামলার জন্য ৯৮ লক্ষ টাকা দিতে পারছে না কেন্দ্র ও রাজ্য সরকার? হাজার হাজার কোটি টাকা দামের সম্পত্তি সামান্য কয়েক লক্ষ টাকার বকেয়া মেটাতে বিক্রি করে দেওয়া হচ্ছে? আমার মতে এটি একটি চক্রান্ত যা ভালো করে খুঁজলে দেখা যাবে নরেন্দ্র মোদী এর পেছনে রয়েছেন। এরাজ্যে নরেন্দ্র মোদির সব থেকে বড় স্ক্যাম হচ্ছে এই দুই কাগজ কল বন্ধ করে দেওয়া, এমনটাই দাবি শিলচরের সাংসদ সুস্মিতা দেবের।

মঙ্গলবার দুপুরে তার বাসভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে তিনি কাগজ কল নিয়ে অনেকগুলো তথ্য তুলে ধরেন এবং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে অভিযোগ তোলেন তারা চক্রান্ত করে কাগজ কলটিকে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছেন। তিনি বলেন, কাছাড় এবং নগাও কাগজকল দেশের অন্যতম লাভদায়ক শিল্পের মধ্যে ছিল। তিনি বলেন, “আমার বাবা থাকতে বিভিন্ন পত্র-পত্রিকায় কাগজ কলের মুনাফা নিয়ে খবরও বেরিয়েছে। তবে হঠাৎ করেই বিজেপি সরকার আসার পর থেকে এটি বন্ধ হতে শুরু করে, একসময় ওরা কাগজ কলের উৎপাদন বন্ধ করে দেয়। অথচ কোন কারণ দেখাতে পারেনা। তারপর কোন এক কোম্পানির মাত্র ৯৮ লক্ষ টাকা বকেয়ার বিরুদ্ধে আদালতে মামলা হয় এবং আদালত রায় দেয় মিলের সম্পত্তি বিক্রি করে বকেয়া মিটিয়ে দেওয়া হোক। তারপর সারা দেশ ছেড়ে গুজরাট থেকে সেঠ্ঠি গ্রুপ নামের এক ব্যবসায়ীকে সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে সরকার।
আমরা সবাই জানি নরেন্দ্র মোদি কর্পোরেটদের জন্য সবকিছু করতে পারেন, তবে গুজরাট ছেড়ে বরাক উপত্যকায় এসে আমাদের একমাত্র শিল্পকে ধ্বংস নাকরলে হতোনা? আমরা জানি কাগজকল কর্মচারীদের পরিবার কত কষ্টে আছেন, তাদের জন্য টাকা বরাদ্দ হয়েছে অথচ দেওয়া হচ্ছেনা। এদিকে এত দামি একটি শিল্পের বিক্রয় মূল্য রাখা হয়েছে অত্যন্ত কম। আমার কাছে যা হিসাব রয়েছে, কাগজ কলের মাটির দামই দুই হাজার কোটির বেশি হবে। অথচ তারা ৭০০কোটির মধ্যে এটি তুলে দিচ্ছেন এক গুজরাটি ব্যবসায়ীর কাছে। আমার মতে রাফাল স্ক‍্যামের পর হয়তো এটিই হবে সব থেকে বড় স্ক‍্যাম। আমাদের কাছে যা তথ্য রয়েছে এতে পরিষ্কার বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদী এই দুই কাগজকলের কি করতে চাইছেন। তবে আমরা এনিয়ে আগেও চুপ ছিলামনা, বারবার কথা বলেছি, এবারও বলে যাবো। আমি সংসদেও এই আওয়াজ জারি রাখবো।”

Comments are closed.

error: Content is protected !!