Also read in

কোভিড সংক্রান্ত নীতি নির্দেশিকা না মানায় বন্ধ করে দেওয়া হল শহরের সম্ভ্রান্ত বিপনী নাহাটা টেক্স রিটেলস্

কাছাড় জেলা প্রশাসন কোভিড সংক্রান্ত নীতি নির্দেশিকা না মানায় আবার কঠোর পদক্ষেপ গ্রহণ করল। শহরের সম্ভ্রান্ত বিপণি নাহাটা টেক্স রিটেইল এর ব্যবসা বন্ধ করে দেওয়া হল।

সম্প্রতি নাহাটা ট্যাক্সের এক কর্মচারীর মাস্ক না পড়ে কাউন্টারে দাঁড়িয়ে বিক্রি-বাট্টা করার দৃশ্যের ফটো তুলে সামাজিক মাধ্যমে দেওয়া হয়, বেশ সাড়া জাগায় ঐ ছবি, অনেকে ফেসবুকের এই ছবিকে জেলা প্রশাসন জেলা উপায়ুক্তকে ট্যাগ ও করেছিলেন।

জেলা প্রশাসন এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করে নাহাটা ট্যাক্সের রিটেইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশ জারী করলেন আজ রোববার। ওই আদেশে বলা হয়েছে যে, দেওয়ানজী বাজার, প্রেমতলা, শিলচরে অবস্থিত নাহাটা রিটেল প্রাইভেট লিমিটেডের কর্মচারী কোভিড সংক্রান্ত প্রটোকল না মানার রিপোর্ট পাওয়ার পর জনগণের বৃহত্তর স্বার্থে জেলা উপায়ুক্ত ওই বিপনীকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখতে নির্দেশ দিচ্ছেন। এই নির্দেশ অমান্য করলে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৫ এর ৫১(বি) এবং ভারতীয় দণ্ডবিধির ১৮৮/২৭০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ গণ্য হবে। এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ করা হলো।

Comments are closed.

error: Content is protected !!