Also read in

আজমলের আগমনে বিমানবন্দরে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান! দল বলছে পাকিস্তান নয় আজিজ খান জিন্দাবাদ বলা হয়েছিল

শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে এই আইইউডিএফ দলের সমর্থকরা পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন। এতে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, অনেকেই বলতে শুরু করেন যদি নির্বাচনের আগে এই অবস্থা হয় তাহলে তারা জিতলে কি হবে! তড়িঘড়ি এআইইউডিএফ দলের পক্ষ থেকে এব্যাপারে সংশোধনী জারি করা হয়। শিলচর সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে দলের প্রতিক্রিয়া তুলে ধরেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

তিনি বলেন, “হাইলাকান্দিতে আমাদের দলের বিধায়ক রয়েছেন আজিজ খান। বৃহস্পতিবার বিমানবন্দরে তিনিও উপস্থিত ছিলেন। তার সমর্থক রা আজিজ খান জিন্দাবাদ হয়ত বলেছেন, দূর থেকে এটা শুনতে পাকিস্তান জিন্দাবাদ এর মত লাগতে পারে। তবে একাংশ রাজনৈতিক দুর্বুদ্ধি সম্পন্ন স্লোগানের ভুল ব্যাখ্যা করেছেন। আমাদের তরফ এ পাকিস্তান জিন্দাবাদ বলার কোন কারণ নেই। তাই অভিযোগটি আমরা পুরোপুরি নাচক করছি।”

তারা এই ঘটনার জন্য সরাসরি স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দায়ী করেন। আমিনুল ইসলাম বলেন, “হিমন্তবিশ্ব শর্মা ইচ্ছাকৃতভাবে আমাদের পিছনে লাগছেন, এটা তার নিম্নস্তরের রাজনীতির একটা অংশ। যদি কেউ পাকিস্তান জিন্দাবাদ বলে থাকে সেটা অবশ্যই হিমন্তবিশ্ব শর্মার চাল। হয়তো তিনি তার কোনও সমর্থককে আমাদের ভিড়ে ঢুকিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার কাজ করিয়েছেন। আমরা চাই এই ঘটনার উচ্চস্তরের তদন্ত হোক এবং দোষীকে খুঁজে বের করা হোক।”

আগামী বছর নির্বাচন রয়েছে, এর আগে দলের ভিত শক্ত করতে চার দিনের সফরে বৃহস্পতিবার শিলচর আসেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। দুপুরে বিমান বন্দরে তাকে স্বাগত জানাতে বরাক উপত্যকার তিন জেলা থেকে দলের সদস্যরা উপস্থিত হয়েছিলেন। সেখানে ভিড়ের মধ্যে বিভিন্ন স্লোগান চলছিল। কেউ কেউ পুরও ঘটনার ভিডিও করছিলেন, এতেই একটা ভিডিওতে শোনা যায় পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দেওয়া হচ্ছে।

পুলিশসুপার বিএল মিনা জানিয়েছেন, তারা ঘটনার তদন্ত করছেন। তিনি বলেন, “ভিডিওটি এডিট করা হয়েছে কিনা এব্যাপারে আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। এছাড়া বিমানবন্দরে আমাদের বাহিনী রয়েছে, তাদের সঙ্গে কথা হচ্ছে। আসল তথ্য না জেনে আমরা কোনও মন্তব্য করতে পারিনা। তবে কেউ যদি সত্যি সত্যি পাকিস্তান জিন্দাবাদ বলে থাকে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

হিমন্তবিশ্ব শর্মা টুইটারে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, “একজন সাংসদ বরাক উপত্যকায় যাওয়ার পর তার সমর্থকরা পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিচ্ছেন। এতেই বোঝা যায় তাদের রাজনৈতিক স্তর কোন জায়গায়। জনগণকে আমাদের আলাদা করে বুঝিয়ে দিতে হবে না মানুষ, অত্যন্ত বিচক্ষণ, তারাই আগামীতে সিদ্ধান্ত নেবেন।”

Comments are closed.