Also read in

পাথারকান্দি তে ধরা পড়ল বাইক চোর, উদ্ধার চুরি হওয়া ৩ টি বাইক, টুলবক্স বাজেয়াপ্ত

এক সফল অভিযানে কুখ্যাত বাইক চোর বদরুল হক ওরফে বাদাই কে গ্রেফতার করল পাথারকান্দি পুলিশ। এর সঙ্গে তার কাছ থেকে চুরি হওয়া তিনটি বাইক ও উদ্ধার করেছে পুলিশ।

১০ আগস্ট পাথারকান্দি সমষ্টির কেউটি গ্রামের বাদাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি টুল বক্স উদ্ধার করা হয়েছে। এই টুলবক্সে ছিল বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। সন্দেহ করা হচ্ছে, এগুলি দিয়েই বাইক চুরি করত কুখ্যাত বাদাই।

করিমগঞ্জে পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া জানান, গোপন সূত্রে খবর পেয়ে পাথারকান্দি পুলিশ কেউটি গ্রামে বদরুল হকের বাড়িতে অভিযান চালায়। তিনি বলেন, ‘আমাদের সূত্রে কাছ থেকে খবর পেয়ে পাথারকান্দি পুলিশ মঙ্গলবার রাতে বদরুলের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বদরুল তার বাড়িতেই ছিল। তল্লাশিতে তিনটি চুরি হওয়া বাইক উদ্ধার করা হয়েছে । সেই সঙ্গে বেশ কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। যেগুলি সম্ভবত চুরির কাজে ব্যবহার করত বদরুল। তাকে গ্রেফতার করা হয়েছে। এবং পাথারকান্দি পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।’

করিমগঞ্জের পুলিশ সুপার আরো জানান, আইপিসি ৪১৩ ও ৩৭৯ ধারায় ইতিমধ্যেই বদরুল হকের বিরুদ্ধে (৪৬০/২১) মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.