Also read in

খসড়া এনআরসিতে নাম অন্তর্ভূক্ত না হওয়ার কারণ জানানো শুরু হলো আজ থেকে, দাবি আপত্তি কিভাবে পেশ করতে হবে জেনে নিন

খসড়া এনআরসিতে নাম অন্তর্ভূক্ত না হওয়ার কারণ জানানো শুরু হলো আজ থেকে, দাবি আপত্তি কিভাবে পেশ করতে হবে জেনে নিন

যেসব আবেদনকারীর নাম সম্পূর্ণ খসড়া এনআরসি তে অন্তর্ভূক্ত হয়নি, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এমনটাই আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। ২৪ মার্চ ১৯৭১ তারিখের মধ্য রাত্রি পর্যন্ত ভারতে বসবাসরত সব ভারতীয়দের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত করা হবে। সব দাবি-আপত্তি এবং সংশোধন নিষ্পত্তি হওয়ার পরই চূড়ান্ত এনআরসি প্রকাশিত হবে।

দাবি-আপত্তি সংশোধনী প্রক্রিয়ায় দাবি পেশের জন্য প্রথমেই সম্পূর্ণ খসড়া এনআরসি তে নাম অন্তর্ভূক্ত না হওয়ার কারণ জানতে হবে। নির্ধারিত এনএসকে অর্থাৎ যেখানে আপনি প্রথমে নাম অন্তর্ভূক্তির জন্য আবেদন করেছিলেন, সেখানেই কারণ জানার জন্যও আবেদন দাখিল করতে হবে। কারণ জানবার আবেদনের জন্য নির্ধারিত ফর্ম এনএসকে অর্থাৎ এনআরসি সেবা কেন্দ্রেই পাওয়া যাবে। এই প্রক্রিয়া আজ অর্থাৎ ১০ আগস্ট ২০১৮ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে । আপনার নাম অন্তর্ভূক্ত না হওয়ার কারণ এই আবেদনপত্র জমা দেওয়ার পর ওই সেবা কেন্দ্র থেকেই লিখিত ভাবে আপনাকে জানানো হবে।

পরবর্তী পদক্ষেপ হিসেবে দাবি-আপত্তি এবং সংশোধনের জন্য আবেদন করতে হবে। দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন সমূহ ৩০ আগস্ট ২০১৮ থেকে ২৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত নির্দিষ্ট আবেদনপত্রে ওই সেবা কেন্দ্রে জমা করতে হবে। আবেদনপত্র এনএসকে গুলোতে আজ থেকেই পাওয়া যাবে বা ওয়েবসাইট www.nrcassam.nic.in থেকেও ডাউনলোড করা যাবে। যেসব আবেদনকারী ৩১ আগস্ট ২০১৫ তারিখ পর্যন্ত এনআরসি আবেদনপত্র দাখিল করেছিলেন তারাই শুধু দাবি পেশ করতে পারবেন। তবে আপত্তি যে কেউ করতে পারবেন।

এনআরসিতে নাম অন্তর্ভূক্ত না হওয়ার কারণ জেনে নিয়ে, সেই অনুসারে অতিরিক্ত নথি বা পূর্বে দাখিল করা একই নথির সঙ্গে দাবি দাখিল করতে পারবেন । তবে আপত্তির জন্য যথাযোগ্য কারণ দেখিয়ে আপত্তি দাখিল করতে হবে। সম্পূর্ণ খসড়া এনআরসি তে কোনও অযোগ্য ব্যক্তির নাম সন্নিবিষ্ট হয়ে থাকলে তার বিরুদ্ধে আপত্তি দাখিল করার ব্যবস্থা রয়েছে।

এতদঞ্চলে নামের বানানে ৯০ শতাংশের বেশি লোকের ভুল রয়েছে। নামের বানান, বয়স, ঠিকানার বিবরণ ইত্যাদিতে কোনো ভুল থাকলে সংশোধনের জন্য আবেদন করা যাবে। এর জন্য নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে এনএসকেতে। তবে স্বস্তি হলো যে, সংশোধনের আবেদন অনলাইনেও করা যাবে।।

এখানে মনে রাখতে হবে, যারা আগে এনআরসির জন্য আবেদন করেননি তাদের এই মুহূর্তে আর নতুন করে আবেদন করার সুযোগ নেই এবং নতুন জন্ম নেয়া শিশুদের নামও এই মুহূর্তে অন্তর্ভূক্ত করা সম্ভব নয়। আবেদন করার পরে যারা মারা গেছে তাদের নামও বাদ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এই সংশোধনগুলো চূড়ান্ত নাগরিক পঞ্জি প্রকাশ হওয়ার পরই সম্ভব হবে।

Comments are closed.