Also read in

দিল্লিতে এনআরসি সংক্রান্ত আলোচনায় রয়েছেন ডঃ তপোধীর ভট্টাচার্য, কমলাক্ষরা

সারা বাঙালি ছাত্র সংস্থা আগামী ২৯ ডিসেম্বর, শনিবার নয়াদিল্লিতে একটি ন্যাশনাল সেমিনার ও এনআরসি সংক্রান্ত এক বিশেষ আলোচনার আয়োজন করেছে। এনআরসি, ডি ভোটার, ডিটেনশন ক্যাম্প ও নাগরিকত্ব নিয়ে এই বিশেষ আলোচনায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শিলচরের বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর তপোধীর ভট্টাচার্য। এনআরসি নিয়ে আলোচনায় বিশিষ্টদের মধ্যে এদিন বক্তব্য রাখবেন মানবাধিকার কর্মী হর্ষ মান্দার, করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, সারা আসাম বাঙালি যুব ও ছাত্র সংস্থার সভাপতি দীপক দে, সারা বাঙালি যুব ও ছাত্র সংস্থার সহ-সভাপতি রথীন্দ্র দাস, অভিজ্ঞ আইনজীবী ও ত্রিপুরার প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক, বিহার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সভাপতি ড. দিলীপ সিনহা, দিল্লি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন সেনগুপ্ত, গুয়াহাটির শুভ্রাংশু দেব প্রমুখ।

কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ার ডেপুটি চেয়ারম্যানের হলে অনুষ্ঠিতব্য সারাদিন ব্যাপী এই সেমিনার শুরু হবে সকাল দশটায়। এতে অতিথি বক্তাদের অংশগ্রহণে প্যানেল ডিসকাশন ছাড়াও প্রশ্নোত্তর সেশনেরও ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া, এতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে উনিশে মে’র শহিদদের উপর নির্মিত একটি প্রামাণ্য তথ্যচিত্র। বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে সাংবাদিক সম্মেলন।

রাজধানীর এই অনুষ্ঠানে বরাক উপত্যকা তথা আসামের বুদ্ধিজীবী, বিধায়ক এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের যোগদানে এতদঞ্চলেও এই সেমিনার নিয়ে উৎসাহ রয়েছে।

Comments are closed.

error: Content is protected !!