Also read in

এনআরসি'র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া প্রকৃত ভারতীয়দের আইনি সহায়তা দেবে কংগ্রেস: সুস্মিতা দেব

জাতীয় নাগরিক পঞ্জীর চূড়ান্ত তালিকা থেকে কাছাড় জেলার প্রকৃত ভারতীয়দের মধ্যে যাদের নাম বাদ পড়বে তাদের শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে পরবর্তীকালে আইনি সাহায্য প্রদান করা হবে। আজ শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংসদ সুস্মিতা দেব বলেন যে নাগরিক পঞ্জীর চূড়ান্ত খসড়া প্রকাশিত হওয়ার পর যাদের নাম বাদ পড়বে তাদের দাবি বা আপত্তি জানানোর সুযোগ দেওয়া হবে এবং এই ক্ষেত্রে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে দলের লিগ‍্যাল সেল নাম বাদ পড়া প্রকৃত ভারতীয় লোকদের সব ধরনের আইনি সহায়তা প্রদান করবে। নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৬ সম্পর্কে জেলা কংগ্রেসের অবস্থান স্পষ্ট করতে গিয়ে সুস্মিতা দেব বলেন যে, দল যৌথ সংসদীয় কমিটির সামনে এই বিলের পক্ষে মতামত দিয়েছে এবং দলের তরফ থেকে কিছুটা সংশোধনীও দাবি করা হয়েছে। সাংসদ নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ নিয়ে প্রদেশ বিজেপি কেন তাদের মতামত প্রকাশ করেনি সে বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। এছাড়াও তিনি নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মতামত দাবি করেন।

সুস্মিতা দেব অবিলম্বে প্রাক্তন আলফা নেতা জিতেন দত্তকে গ্রেফতার করতে আসাম সরকারের কাছে দাবি জানিয়েছেন। তিনি বলেন যে প্রাক্তন আলফা নেতা জিতেন দত্ত যে মন্তব্য করেছেন তা সংবিধানবিরোধী এবং বরাক উপত্যকাকে অশান্ত করার চেষ্টা। উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন আলফা নেতা জিতেন দত্ত বলেছিলেন যে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এক হাজার লোক নিয়ে বরাকে এসে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করবেন।

কাগজ কলের প্রসঙ্গ নিয়ে সুস্মিতা দেব বলেন যে, বারবার আবেদন জানানোর পরেও পাঁচগ্রামের কাছাড় কাগজ কল এবং নগাওঁ কাগজ কল দুটির শোচনীয় অবস্থা পরিবর্তনে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এই ব্যাপারে সাংসদ গভীর দুঃখ প্রকাশ করে জানান যে আজ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি পত্র প্রেরণ করেছেন। তিনি আরও বলেন যে, দুটি কাগজ কলের কর্মীরা দীর্ঘদিন থেকে বেতনহীন থাকায় তাদের জীবন বিষময় হয়ে উঠেছে। কাছাড় কাগজ কলের কর্মীরা প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্পমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানোর পর সরকারের পক্ষ থেকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস জানানোর পরেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

Comments are closed.