Also read in

প্রকাশিত হলো জাতীয় নাগরিক পঞ্জীর চূড়ান্ত খসড়া, বরাক- ব্রহ্মপুত্রে পৃথক প্রতিক্রিয়া

বহু প্রতীক্ষিত জাতীয় নাগরিক পুঞ্জির চূড়ান্ত খসড়া আজ প্রকাশিত হলো। ২০১৩ সনের ৫ই সেপ্টেম্বর শুরু হয়েছিল এনআরসির আবেদনপত্র গ্রহণ করার কাজ। ২০১৫ সালের ১লা সেপ্টেম্বর থেকে এই সব নথি পরীক্ষার কাজ শুরু হয়েছিল এবং ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর প্রকাশ করা হয়েছিল প্রথম খসড়া। তারপর পঞ্চায়েত নথি এবং বংশবৃক্ষ পরীক্ষার পর চূড়ান্ত খসড়া প্রকাশ করা হলো আজ। পুরো প্রক্রিয়াতে সামনে থেকে নেতৃত্ব দিলেন ১৯৯৫ সনের আসাম মেঘালয় ক্যাডারের আইএএস তথা জাতীয় নাগরিক পঞ্জীর সমন্বয়ক প্রতীক হাজেলা। এই খসড়ায় সর্বমোট ২,৮৯,৮৩,৬৭৭ জনের নাম অন্তর্ভুক্ত হলো। বাদ পড়া আবেদনকারীর সংখ্যা ৪০,০৭,৭০৮ জন।

বরাক উপত্যকার তিন জেলায় ও সামগ্রিক স্থিতি স্পষ্ট হয়েছে। কাছাড় জেলায় ১৮,১৯,৭০২ জন আবেদনকারীর মধ্যে ১৫,৯০,৯৪০( ৮৭.৪২ শতাংশ) জনের নাম জাতীয় নাগরিক পুঞ্জিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ ২,২৮,৭৬২ জনের নাম এই তালিকা থেকে বাদ পড়েছে। করিমগঞ্জ জেলায় ১৩,২৪,০৯৬ জন আবেদনকারীর মধ্যে ১২,১১,৯৮৭(৯১.৫৩ শতাংশ) জনের নাম তালিকায় স্থান পেয়েছে। হাইলাকান্দি জেলায় ৭,০৭,৮৫৭ জন আবেদনকারীর মধ্যে প্রায় ৬ লক্ষ ৬৮ হাজার(৯৩.৩৯ শতাংশ) চূড়ান্ত খসড়ায় স্থান পেয়েছেন।

এখন পর্যন্ত এই এনআরসি নিয়ে অনেকগুলো প্রতিক্রিয়া পাওয়া গেছে । মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন যে, জাতীয় নাগরিক পঞ্জি উন্নীতকরণের কাজ সম্পূর্ণ স্বচ্ছভাবে করা হয়েছে, বাকি কাজগুলোও সুপ্রিম কোর্টের নির্দেশনায় সম্পন্ন করা হবে।

অসম গণপরিষদের সভাপতি অতুল বড়া সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং দায়িত্ব পালনকারী আধিকারিক ও কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরা জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়ায় ৪০ লক্ষের ও বেশী লোকের নাম বাদ পড়ায় বিজেপির সমালোচনা করেছেন।

সমন্বয়ক প্রতিক হাজেলার এই মহাযজ্ঞের ব্যয়ের হিসাব দিয়ে জানিয়েছেন যে এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে ১২২০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। তিনি আরো জানান, যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তারা আগামী ৩০ শে আগস্ট থেকে ২৮ শে সেপ্টেম্বর পর্যন্ত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন।

জাতীয় নাগরিক পঞ্জীর মহাপঞ্জিয়ক শৈলেশ বলেছেন যে, আজ দেশ তথা সমগ্র আসামের জন্য এক ঐতিহাসিক দিন ।যাদের নাম এই খসড়ায় অন্তর্ভুক্ত হয়নি তাদের নিজেদের নাম অন্তর্ভুক্ত করার সম্পূর্ণ সুযোগ দেওয়া হবে।

প্রফুল্ল মোহন্ত বলেন, “অসম চুক্তি স্বাক্ষরকারী হিসেবে আমি খুশি,আমিই বলেছিলাম যে আসামে ৪০ লক্ষ বিদেশী আছে।

এইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল মহামান্য সুপ্রিম কোর্টকে কে ধন্যবাদ জানিয়ে বলেন, “৪০ লক্ষ লোকের নাম বাদ পড়াটা সাধারণ কথা নয়, প্রকৃত ভারতীয়ের নাম বাদ পড়লে এইউডিএফ সাহায্য সহযোগিতা করবে।

করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেছেন যে, করিমগঞ্জে ১ লক্ষ ১২ হাজার লোকের নাম বাদ পড়েছে, আগামী নির্বাচনে বিজেপিকে এর জন্য ফল ভোগ করতে হবে।

বরাক উপত্যকা তথা সমগ্র আসামে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো খবর পাওয়া যায়নি। তবে গ্রাম থেকে শহরে আসা জনগণের সংখ্যা আজ উল্লেখযোগ্যভাবে খুবই কম ছিল । এদিকে, সামাজিক মাধ্যম এবং গনমাধ্যমগুলোতে প্রতিক্রিয়ায় বাঙালির হতাশার ছাপ স্পষ্ট। সেনাবাহিনীতে ত্রিশ বৎসর ধরে চাকুরীরত জওয়ান বা নির্বাচিত বিধায়ক কি করে তালিকা-ছুট হন তা নিয়ে ও প্রশ্ন দাঁড়িয়েছে।

Comments are closed.