Also read in

চূড়ান্ত খসড়ায় নাম না থাকলে আতঙ্কিত হবেন না : উচ্চ পর্যায়ের বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথের ঘোষণা

এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশের ঠিক ৮ দিন আগে আজ নতুন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের বাসগৃহে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অসমের আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করা হয়।বৈঠক শেষে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান যে, আগামী ৩০ জুলাই যে এনআরসির খসড়া প্রকাশিত হবে তা সম্পূর্ণ নিরপেক্ষ হবে। এনআরসিতে নাম না থাকলে শঙ্কিত হবার প্রয়োজন নেই, খসড়া প্রকাশের পরে কোন ওজর আপত্তি থাকলে আবেদন করা যাবে। এনআরসি নিয়ে কোনো ধরনের সাম্প্রদায়িক মন্তব্য না করার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন। এনআরসির প্রথম খসড়া প্রকাশের পর সাধারণ জনগণ যেভাবে শান্তি-সম্প্রীতি বজায় রেখেছিলেন ঠিক সেইভাবে আগামীতেও শান্তি বজায় রাখতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের বাসগৃহে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাজ্যমন্ত্রী কিরেন রিজিজু, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মুখ্যসচিব টি ওয়াই দাস, আরক্ষী সঞ্চালক প্রধান কূলধর শইকিয়া সহ রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এদিকে বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এক ট‍্যুইট যোগে জানিয়েছেন, “৩০ জুলাই প্রকাশিতব্য খসড়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রকাশিত হবে । ১৯৮৫ সনের ১৫ আগস্ট এর অসম চুক্তি অনুযায়ী এই এনআরসি উন্নীতকরণ এর কাজ হচ্ছে। এনআরসি’তে নাম না থাকা লোকদের শঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। খসড়া প্রকাশের পরে সকল বৈধ ভারতীয়রাই তাদের নাগরিকত্ব প্রমাণের উপযুক্ত সুযোগ পাবেন। আমি আশা করছি, এই এনআরসিতে সবাই ন‍্যায়বিচার পাবে “।

কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাস কতটুকু ফলপ্রসু হবে তা আগামী ৩০ জুলাই স্পষ্ট হবে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে জানা যায় যে, সাধারণ জনগণ সত্যিই আতঙ্কিত।

 

Comments are closed.