এনআরসি আতঙ্ক ছিনিয়ে নিল আরও এক প্রাণ! এবার বলি চাবাগান শ্রমিক কৈলাশ
এনআরসি খসড়ায় নাম নেই, এই আতঙ্কে এক চা বাগান শ্রমিকের আত্মহত্যার অভিযোগ উঠেছে হাইলাকান্দিতে। খসড়া-ছুট এক চা শ্রমিকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সোমবার হাইলাকান্দির ছনটিলা বাগান এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
কৈলাশ তাঁতি নামের এক বাগান শ্রমিক সোমবার সকালে বাড়ির পাশে একটি গাছে ঝুলে আত্মহত্যা করেন । কৈলাশের আত্মহত্যার খবর বাগানে ছড়িয়ে পড়লে এলাকার চা শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনার পাশাপাশি ক্ষোভ দেখা দেয়। এনআরসি খসড়ায় নাম না থাকার আতঙ্কে কৈলাশ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন জনগণ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং কৈলাশের মৃতদেহ উদ্বার করে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
মৃত কৈলাশের স্ত্রী অনিতা তাঁতির অভিযোগ, এনআরসি খসড়ায় পরিবারের নাম না আসায় তিনি খুবই উদ্ধিগ্ন ছিলেন, ফলস্বরূপই তিনি আত্মহত্যা করেছেন । এদিন নিহত কৈলাশের প্রতিবেশীরা জানান, এনআরসি খসড়ায় কৈলাশ সহ তার গোটা পরিবারের নাম আসেনি। এরপর থেকেই কৈলাশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল ।। সবসময় তার মনে এক আতঙ্ক ছিল এনআরসি’তে নাম নেই- পুলিশ কখন এসে ধরে নিয়ে যাবে। এরপর থেকে সে আবোলতাবোল কথা বলাবলি শুরু করে।
পরবর্তীতে তার মস্তিস্ক বিকৃতির লক্ষণ প্রকাশ পায়। বিষয়টি কাটলিছড়া পুলিশকেও অবগত করান প্রতিবেশীরা।পুলিশের পরামর্শ নিয়ে উন্মাদ কৈলাশকে গত কয়েকমাস ঘরে বেধে রাখা হয়েছিল ।ইদানিং কিছুটা সুস্থ হয়ে উঠায় বাধন মুক্ত ছিলেন কৈলাশ। কিছুটা সুস্থ হয়ে উঠলেও গ্রামে একসঙ্গে চার-পাঁচ জনের জটলা দেখলে কৈলাশকে পুলিশির ভয় তাড়া করতো।
Comments are closed.