Also read in

এনআরসি: চূড়ান্ত খসড়া প্রকাশের তারিখ এক মাস পিছিয়ে ৩১ আগস্ট, ২০১৯

সরকারের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিমকোর্ট’ জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের সময়সীমা একমাস বাড়িয়ে দিল। সর্বোচ্চ আদালতের পূর্বতন নির্দেশ অনুযায়ী আগামী ৩১শে জুলাই,২০১৯ তারিখে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছিল। আজকের নতুন নির্দেশের ফলে এখন তালিকা প্রকাশের সময়সীমা হচ্ছে ৩১ আগস্ট, ২০১৯।

তবে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফ থেকে করা দ্বিতীয় আবেদন অর্থাৎ সেম্পল রিভেরিফিকেশন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। সরকারের তরফ থেকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারী ব্যক্তিদের নাগরিক পঞ্জিতে অন্তর্ভুক্তির জন্য করা আবেদনের কুড়ি শতাংশ পুনরায় পরীক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের অনুমোদন চাওয়া হয়েছিল। এই আবেদন খারিজ করে মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, জাতীয় নাগরিক পঞ্জির রাজ্য মুখ্য সমন্বয়ক প্রতীক হাজেলা জানিয়েছেন যে দাবি আপত্তি পরীক্ষা করার সময় ইতিমধ্যেই ২৭% পুনরায় পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Comments are closed.