Also read in

হাইলাকান্দিতে ভুয়া কাজ দেখিয়ে 'এনরেগা'র অর্থ আত্মসাৎ : গ্রেফতার গাণনিক

হা

এমএনরেগা কর্মসূচির অধীনে বরাদ্ধকৃত অর্থ কাজে ব্যবহার না করে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের গাণনিক বিশ্বরঞ্জন ভৌমিক। হাইলাকান্দি পুলিশ শনিবার তাকে
গ্রেফতার করে।

জানা গেছে, এমজিএনরেগা-
কর্মসূচির অধীনে হাইলাকান্দি ব্লকে চারটি প্রকল্প
গ্রহণ করা হয়। কিন্ত হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ের একাংশ কর্মীদের যোগসাজশে কাজ না করে বরাদ্ধ অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠে।

জনৈক আব্দুল করিম এ নিয়ে হাইলাকান্দি ব্লকের বিডিও সুস্মিতা দাম, হিসাবরক্ষক বিশ্ব রঞ্জন ভৌমিক, জুনিয়র ইন্জিনিয়ার রুপক রঞ্জন দেব, দুই সহকারি ইঞ্জিনিয়ার রাজেশ পাল, দেবজ্যোতি পুরকায়স্থ ও কম্পিউটার এসিস্ট্যান্ট হাসানুজ্জামান চৌধুরীকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। হাইলাকান্দি পুলিশ ৮৭১/১৮ নম্বরে মামলাটি নথিভুক্ত করার পর তদন্ত শুরু করে । যার প্রেক্ষিতে শনিবার ভৌমিককে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। পুলিশ ভৌমিককে আরও জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে এনেছে । যদিও এ মামলার অন্য অভিযুক্তরা এখনও পলাতক বলে জানা গেছে।

Comments are closed.

error: Content is protected !!