নবীনবরণে এনএসইউআই- এবিভিপি হাঙ্গামা, ডিএসপি সহ আহত বহু
নবীনবরণে এনএসইউআই- এবিভিপি হাঙ্গামা, ডিএসপি সহ আহত বহু
হাইলাকান্দির ঐতিহ্যবাহী এস এস কলেজের নবাগত ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে দুই ছাত্র গোষ্ঠীর হাঙ্গামায় মঙ্গলবার রীতিমত উত্তপ্ত হয়ে উঠে জেলা সদর হাইলাকান্দি।
এন এস ইউ আই এবং এ বি ভি পি-র ছাত্র গোষ্ঠীর মারামারি এদিন রনক্ষেত্রের আকার ধারণ করায় কলেজ ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠান মাঠে মারা যায় । এমনকি দুপক্ষের মারামারি এবং দফায় দফায় মিছিলে উত্তাল হয়ে উঠে জেলাসদর ।
মঙ্গলবারের এই ঘটনায় এ বি ভি পি এবং এন এস ইউ আই-র মারামারিতে জেলাপুলিশের ডিএসপি সহ পাচজন পুলিশকর্মী এবং কয়েকজন ছাত্র আহত হয়েছেন। শুধু তাই নয়, উত্তেজিত এন এস ইউ আই সমর্থকদের হাতে সাংবাদিকরাও আক্রান্ত হয়েছেন। নিগৃহীত সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশে মামলা করা হয়েছে। এদিনের গোটা ঘটনার তদন্ত আরম্ভ করেছে সদর পুলিশ ।
ঘটনার সূত্রপাত এস এস কলেজের নবাগত ছাত্রদের স্বাগত জানানো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে । হাইলাকান্দির রবীন্দ্রভবনে এস এস কলেজের ছাত্রদের পক্ষ থেকে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলা অবস্থায় কিছু ছাত্র উশৃঙ্খল আচরণ করেন বলে অভিযোগ। এনিয়ে এবিভিপি এবং এন এস ইউ আই-র সদস্যদের মধ্যে হাতাহাতি বাঁধে। এরপর হলের ভেতরের সেই সংঘাত প্রকাশ্য রাস্তায় এসে পড়ে। হাইলাকান্দি শহরের সর্দার বল্লব্ ভাই প্যাটেল রোডের রাস্তায় দুপক্ষের মধ্যে পাথর বৃষ্টি চলতে থাকে । এই খন্ডযুদ্ধের একদিকে ছিলেন এন এস ইউ আই এবং অন্যদিকে ছিলেন এ বি ভি পির সদস্যরা । এই ঘটনায় এন এস ইউ আই-র কয়েকজন সদস্য আহত হন বলে অভিযোগ। এছাড়া এলোপাথাড়ি এই পাথর বৃষ্টিতে হাইলাকান্দি পুলিশের ডি এস পি নির্মল ঘোষ, টাইন দারোগা টিংকু গোস্বামী এবং কনস্টেবল সুমন দাস সহ পাচজন পুলিশকর্মী আহত হয়েছেন । পাশাপাশি কয়েকজন ছাত্রও ঘটনার জেরে আহত হয়েছেন ।
এরপর বিবাদমান দুই ছাত্রসংস্থার সদস্যরা দফায় দফায় শহরে মিছিল করেন। একসময় মিছিল চলাকালে এন এস ইউ আই-র সদস্যদের হাতে সংবাদ সংগ্রহের জন্য যাওয়া দুই সাংবাদিক আক্রান্ত হন। নিউজ চ্যানেল ডি ওয়াই থ্রী সিক্স ফাইভ-র সাংবাদিক রাজেশ দাস এবং প্রতিদিন টাইম-র ক্যামেরা পার্সন অরূপ সেনকে হেনাস্থা করেন মিছিলকারীরা । ঘটনার পর আক্রান্ত সাংবাদিকরা দুই ছাত্রনেতাকে অভিযুক্ত করে পুলিশে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত আরম্ভ করেছে। এছাড়াও পুলিশ উভয়পক্ষের তিনজন নেতাকে আটক করেছে বলে জানা গেছে।
Comments are closed.