
ডিএসএনজি ভ্যান পৌঁছালো শিলচর: স্যাটেলাইট স্লট পাচ্ছে দূরদর্শন কেন্দ্র, জানালেন প্রসার ভারতীর সিইও ভেমপতি
প্রসার ভারতী সিইও শশী এস ভেমপতি নিজের দায়িত্বে শিলচর দূরদর্শন কেন্দ্রে একটি ডিজিটাল স্যাটেলাইট নিউজ গেদারিং (ডিএসএনজি) ভ্যান পাঠিয়েছেন। শুক্রবার মাঝরাতে এটি শিলচরে এসে পৌঁছায়। আমাদের সঙ্গে ফোনে আলাপচারিতায় তিনি জানিয়েছেন, শিলচর দূরদর্শন কেন্দ্রের অধীনে তৈরি হওয়া অনুষ্ঠানগুলো স্যাটেলাইট প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চিন্তাধারা রয়েছে। ডিএসএনজি বা আউটসাইড ব্রডকাস্ট ভ্যানের মাধ্যমে এর সূত্রপাত হচ্ছে। এবার থেকে স্যাটেলাইট স্লট পাবে শিলচর দূরদর্শন কেন্দ্র, ফলে এখানে যেসব প্রোডাকশন হবে সেটা স্যাটেলাইট প্ল্যাটফর্মে পৌঁছে যাবে, যা ভবিষ্যতের যুগের সূত্রপাত হিসেবে ধরা যেতে পারে।
তিনি বলেন, “শিলচর দূরদর্শন কেন্দ্রের অধীনে বর্তমানে যেসব কনটেন্ট তৈরি হচ্ছে, সেটা পুরনো সেটআপে সম্প্রচার হচ্ছে। সারাদেশে এখন ডিজিটাল যুগ অনেক দূর এগিয়ে গেছে, এই সময়ে দাঁড়িয়ে সম্প্রচারের প্রযুক্তিগত উন্নতি অত্যন্ত প্রয়োজনীয়। তবে হঠাৎ করে এই পরিবর্তন হওয়া সম্ভব নয়। এই ওভি ভ্যানের মাধ্যমে প্রাথমিকভাবে স্যাটেলাইট স্লট পাওয়ার যোগ্যতা অর্জন করবে শিলচর দূরদর্শন কেন্দ্র। ফলে এখানে যেসব কনটেন্ট তৈরি হবে সেটা ডিজিটাল স্তরে সম্প্রচারিত হবে। এই ধারা একবার তৈরি হলে অনেক পরিবর্তন সম্ভব। গুয়াহাটি দূরদর্শন কেন্দ্র ছাড়া এখন শুধুমাত্র শিলচর দূরদর্শন কেন্দ্র স্যাটেলাইট সম্প্রচারের সুবিধা পাবে এবং এটা সম্ভব হবে এই ওভি ভ্যানের সাহায্যে। আগামীতে রাজ্যের অন্যান্য দূরদর্শন কেন্দ্রকেও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।”
শিলচর দূরদর্শন কেন্দ্রে ডিএসএনজি ভ্যান পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এখানে একটা কথা উঠছে, হয়তো আগামীতে অনেক টেকনিকেল কর্মচারি ছাঁটাই হতে পারেন। এব্যাপারে ভেমপতি বলেন, “এই ডিএসএনজি ভ্যান পৌঁছানো বা শিলচরে তৈরি হওয়া কনটেন্ট স্যাটেলাইট প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার সঙ্গে কর্মী ছাঁটাইয়ের কোনও সম্পর্ক থাকবে না। আমরা শুধুমাত্র শিলচরে নয়, সারাদেশের দূরদর্শন কেন্দ্রগুলোকে উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে চলেছি। এতে যাচাই করে দেখা হবে শিলচরে কোনও ছাঁটাই হবে কিনা। তবে এর সঙ্গে স্যাটেলাইট স্লট পাওয়া বা এখানের কনটেন্ট তৈরি হওয়ার প্রক্রিয়ার কোনও সম্পর্ক থাকবে না। আমরা বারবার বলেছি কোনোভাবেই স্থানীয় প্রোডাকশন বন্ধ করতে রাজি নই। স্থানীয় শিল্পীদের নিয়ে যেভাবে অনুষ্ঠান তৈরি হচ্ছে সেটাকে আরও উন্নত করতে আগামীতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হবে।”
এছাড়া সম্প্রতি একদিনের জন্য শিলচর দূরদর্শন কেন্দ্র বন্ধ হওয়ার পর অভিযোগ উঠছে, এখন থেকে ডিডি আসামের অধীনে শিলচরের জন্য সম্প্রচারের সময় কমিয়ে দেওয়া হবে। এর উত্তরে তিনি বলেন, “এমন কোনও পরিকল্পনা আমাদের নেই এবং এধরনের কোনও নির্দেশও দেওয়া হয়নি। ফলে অযথা এসব প্রশ্ন তোলার কোন মানে হয়না। আমরা জানি কিছু ভুল তথ্য সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রচার হয়েছে। আমাদের সিদ্ধান্তগুলো লিখিতভাবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। ফলে কাল্পনিক অভিযোগ না উঠলেই সকলের মঙ্গল।”
Comments are closed.