আজ থেকে ই-রিকশা চলাচলের ক্ষেত্রে জোড়-বেজোড় নীতি কার্যকর হলো
পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে কিছুদিন আগে দিল্লিতে গাড়ি চলাচলের ক্ষেত্রে জোড় বেজোড় নীতি কার্যকর করা হয়েছিল। গাড়ির ধোঁয়ার পরিবেশ দূষণ থেকে পরিত্রান পেতে বিশ্বের অন্যান্য শহরেও এ ধরনের নীতি কার্যকর করা হয়ে থাকে। তবে, শিলচরে আজ থেকে যানজটের সমস্যায় পরিত্রান পেতে এই জোড় বেজোড় নীতি ই-রিক্সার ক্ষেত্রে কার্যকর হলো। শহরের রাঙিরখারি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত আজ শুধু জোড় নাম্বার থাকা রিকশাগুলো চলাচল করেছে। আগামীকাল চলবে বেজোড় সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার থাকা ই রিকশাগুলো। পালাক্রমে এই জোড় বেজোড় নীতি চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত। তারপর রাস্তায় যানজট নিয়ে চিন্তাভাবনা করে এই নীতির আবার পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, গত ২৬শে নভেম্বর থেকে উক্ত রাস্তায় ই রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করার পর রিকশা মালিক এবং চালক সংস্থা আন্দোলনে নামে। গত সোমবার এক বিশাল মিছিলে দুই ঘন্টা শহরের অফিসপাড়া অবরুদ্ধ হয়েছিল। পরে প্রশাসনের তরফ থেকে আলোচনার আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। সেই আশ্বাস অনুযায়ী মঙ্গলবার জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে ই রিক্সা চালকদের দুটি সংস্থার কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন জেলাশাসক লায়া মদ্দুরি, পুলিশ সুপার মানবেন্দ্র দেব রায় প্রমূখ । উক্ত সভায় আলাপ-আলোচনার পর সাময়িকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তবে রেজিস্ট্রেশন বিহীন ই রিকশাগুলোকে কোন অবস্থাতেই শহরে চলাচল করতে দেওয়া হবে না বলে জানা গেছে। এই নতুন অড-ইভেন ফর্মুলায় শহরের যানজট সমস্যা কিছুটা কমে কিনা তা এখন দেখার বিষয়।
Comments are closed.