
নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজেকে গুলি করলেন শিলচর সদর থানার এএসআই
আজ বিকেলে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল শিলচর সদর থানায়। কর্তব্যরত একজন এএসআই তার সার্ভিস রিভলবার দিয়ে নিজেকে গুলি করে শেষ করলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী শিলচর সদর থানায় ডিউটি করছিলেন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গৌর বিধু সিং। হঠাৎ নিজের চেয়ারে বসা অবস্থায় তিনি নিজের সার্ভিস রিভলভার খুলে নিজের মাথায় গুলি করেন।
গৌর বিধু সিং উধারবন্দের ময়নারবন্দ এলাকার বাসিন্দা। বিকেল ৩টা নাগাদ পুলিশ কর্মকর্তারা গুলির শব্দ শুনতে পান এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারেন সিং নিজেকে গুলি করেছেন।
কাছাড়ের পুলিশ সুপার, ডাঃ রমনদীপ কৌর শিলচর সদর থানায় ছুটে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তার পরিবারের সদস্যরাও থানায় ছুটে এসেছেন । এএসআই সিংয়ের আকস্মিক মৃত্যুতে শোকাহত সবাই।
কাছাড় পুলিশ ঘটনা সম্পর্কে এখনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।
Comments are closed.