আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে সুতারকান্দিতে হাতে হাত মেলালো বিএসএফ বিজিবি
এক ব্যাতিক্রমী পরিবেশ । আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালন করতে গিয়ে সুতারকান্দি সীমান্তে হাতে হাত মেলাল এপার ওপারের দুই সীমার সুরক্ষা বাহিনীরা । করিমগঞ্জ সীমান্তের দায়িত্বে থাকা ০৭ বিএন বিএসএফের আয়োজনে এবং রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড এর সহযোগিতায় ভারত বাংলা দুই দেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর মধ্যে পালিত হয় বিশ্ব বন্ধুত্ব দিবস । দুপুর বেলা বারোটায় আন্তর্জাতিক সীমান্ত জিরো পয়েন্টে শেওলা শুল্ক বন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশের পক্ষে ৪১ বাংলাদেশ বর্ডার গার্ড, বড়গ্রাম নায়েক সুবেদার মনির নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল ভারতে প্রবেশ করে । আমন্ত্রিত সুরক্ষা বাহিনীর আধিকারিক সহ জওয়ান হাতে রাখী পড়িয়ে স্বাগত জানান বিএসএফ মহিলা সদস্যের । ফ্রেন্ডশিপ ডেতে নিজেদের দীর্ঘ দিনের বন্ধুত্বসুলভ মনোভাব অটুট রাখতে করমর্দন করেন দুই দেশের দুই সীমা সুরক্ষা বাহিনীর জওয়ানরা । বেটেলিয়ান সুবেদার নায়ক মনির সে দেশ থেকে নিয়ে আসা মিষ্টির প্যাকেট তুলে দেন বিএসএফ কর্মকর্তাদের হাতে । ফুলের তোড়া দিয়ে প্রতিনিধি দলটিকে উষ্ণ অভ্যর্থনা জানান ০৭ বিএন বিএসএফ ভারপ্রাপ্ত অধিনায়ক রাজপাল সিং ।
সীমান্তের দুই ধারে প্রখর রোদ বৃষ্টিকে উপেক্ষা করে দায়িত্ব পালন করা জওয়ানরা একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে দুই দেশের সীমান্তের শান্তি সম্প্রতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে । ভারত বাংলার মধ্যে সবসময়ই বন্ধুসুলভ সম্পর্ক । ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে সীমান্তের জিরো পয়েন্টে এধরনের আয়োজন উত্তম এবং জওয়ানদের কাছে প্রেরনাদায়ক বলে মন্তব্য করেন বিজিবি নায়েক সুবেদার মনির । অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রতিবেশি দেশের সম্পর্কের মধ্যে উন্নয়ন এবং ইতিবাচক প্রভাব বিস্তার করবে বলে জানান তিনি । চিরকালের মতো আগামীতে ভারতের ডাকে সব ধরনের সাহায্যের হাত বিজিবির পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হবে জানান বিজিবি সুবেদার নায়ক মনির । সীমান্তে বন্ধু সুলভ আচরণ বজায় রাখার কামনা করেন ০৭ বিএন বিএসএফ ভারপ্রাপ্ত আধিকারিক রাজপাল সিং । শান্তি সম্প্রতি বজায় রেখে প্রতিবেশি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করার জন্য মত প্রকাশ করেন তিনি ।
সুতারকান্দি সীমান্তে এধরনের অনুষ্ঠান উপভোগ করে আনন্দিত হন উপস্থিত ব্যক্তিবর্গরা । অনুষ্ঠানে ০৭ বিএন বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ইনচার্জ কমাডেন্ট রাজপাল সিং,সেকেন্ড ইন কমান্ড পঙ্কজ কবিদেয়াল, ডেপুটি কমাডেন্ট অখিল চন্দ্র মন্ডল, এডযুডেন্ট গুরদীপ সিং, ইন্সপেক্টর কে কে মিনা, ইন্সপেক্টর রঞ্জন দেবনাথ সহ প্রমুখরা ।
Comments are closed.