পুজোর প্রাক মুহুর্তে গুয়াহাটিতে বিস্ফোরণ, দায় স্বীকার করলো আলফা
আজ দুপুরে প্রায় ১২ টায় এক বিস্ফোরণ ঘটল মধ্য গোহাটির পান বাজার এলাকায়। স্থানীয় থানার অদূরে শুক্লেশ্বর ঘাটে ফুটপাতের উপর এই বিস্ফোরণে একজন মহিলাসহ চার জন আহত হন। আহতরা হলেন বিনীতা দাস, কল্পজ্যোতি তালুকদার শঙ্কু দাস, তইফুদ্দিন আহমেদ । তাদেরকে স্থানীয় মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, মহানগরীর শুক্রেশ্বর ঘাটে সংঘটিত বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে আলফা স্বাধীন। হিন্দু বাংলাদেশিদের আসামে জায়গা দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে এবং জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে ষড়যন্ত্র করার বিরুদ্ধে তাদের এই বিস্ফোরণ, সংবাদমাধ্যমকে “আলফা স্বাধীনে’র মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বরুয়া জানালেন। ভবিষ্যতেও ‘আলফা স্বাধীন’ এর এই সশস্ত্র প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরুয়া। বরুয়া আরও জানান যে তাদের আক্রমণ স্থল এটা ছিল না, কিছু কারিগরি ত্রুটির জন্য ঘটনাটা ঘটেছে। সাথে সাথে আবার বিস্ফোরণে আহতদের জন্য দুঃখ প্রকাশ করে তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
মহানগরীর পুলিশ কমিশনার এবং বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত অব্যাহত রেখেছেন।
Comments are closed.