ঈদের প্রাক সন্ধ্যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জিয়াউল হক বড়ভূঁইয়া
সবাই যখন ঈদের খুশীতে ব্যস্ত তখন জিয়াউল হক বড়ভুইয়ার বাড়িতে আত্মীয় পরিজন সবাই শোকে ভেঙ্গে পড়েছেন প্রিয়জন হারানোর দুঃখে। মঙ্গলবার সন্ধ্যায় দিগরখালে এক মারাত্মক দুর্ঘটনায় সাদির খালের বাসিন্দা জিয়াউল হক বড়ভুইয়া প্রাণ হারিয়েছেন।
ঘটনায় প্রকাশ, কালাইন ও গুমড়ার মধ্যে অবস্থিত করুছড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, এনআরসি’র ডিউটি সেরে নিজস্ব গাড়িতে কালাইন থেকে ঘরে ফেরার পথে বৃষ্টিবিঘ্নিত সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে তীব্র গতিতে আসা ত্রিপুরার একটি গাড়ি জিয়াউলের গাড়িকে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। দুর্ঘটনার তীব্রতায় তার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। কিন্তু দুর্ঘটনাটি সংঘটিত হওয়ার পরও অনেকক্ষণ ধরে জিয়াউল রাস্তার পাশে পড়ে ছিলেন বলে জানা যায়। বেশ কিছুক্ষণ পরে খবর পেয়ে কিছু মানুষ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কিন্তু শেষ রক্ষা করা সম্ভব হয় নি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারান সাদিরখালের (লেভারপুতা) বাসিন্দা জিয়াউল। শান্ত স্বভাব তথা অমায়িক ব্যবহারের অধিকারী জিয়াউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.