বড়খলাতে বাইক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত এক
আজ একটি দুঃখজনক বাইক দুর্ঘটনায় প্রসেনজিৎ দে নামের এক তরতাজা যুবককে তার প্রাণ খোয়াতে হয়েছে।সে তার বন্ধু অরুন চন্দ্র দাসের সঙ্গে রয়্যাল এনফিল্ড (বুলেট) বাইকে লামডিংএর উদ্দেশে পাড়ি দিয়েছিল। দামছড়া এলাকায় তার বাইককে একটি গাড়ি সজুরে আঘাত করে যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বন্ধু দাসকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তার অবস্থা সংকটজনক।
বড়খলা থানার ভারপ্রাপ্ত অফিসার আমাদেরকে জানান যে দুর্ঘটনার এফ.আই.আরটি দুপুর দুটো নাগাদ করা হয়েছিল। তিনি আরো বলেন যে দুর্ঘটনায় জড়িত চার চাকার গাড়িটি নিখোঁজ রয়েছে এবং এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। “দুর্ঘটনাটি একটি দুর্গম এলাকায় হয়েছে যেখানে রাস্তার পাশে মানুষজন খুব কম থাকে যার ফলে বাইকটিকে কোন গাড়ি ধাক্কা মেরেছে, বা ড্রাইভার কে ছিল সেটা এখনো স্পষ্ট নয়।আমরা এখন পর্যন্ত জানি যে গাড়িটি চার চাকার ছিল।”
লামডিং-শিলচর রাস্তাটি দুচাকার বাহনগুলির জন্য যে অনিরাপদ এই ঘটনাটি যেন তারই একটি জ্বলন্ত প্রমান। ব্রডগেজ পরিষেবা চালু হওয়ার পরে ট্রেনগুলিই এখন মানুষের প্রথম পছন্দ, যার জন্য রাস্তাগুলি আরো নির্জন হয়ে পড়েছে। পুলিশ কি গাড়ির চালককে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হবে। আসুন আমরা দুর্ঘটনা রোধ করার জন্য সুরক্ষা সরঞ্জামগুলি ব্যবহার করার অঙ্গীকার করি।
Comments are closed.