Also read in

মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে অর্ধেক শিলচর জলের নিচে

চলছে মে মাস। বর্ষা এখনো শুরু হয়নি। কিন্তু গত রাতের ৪-৫ ঘন্টা বৃষ্টিপাতের ফলে শিলচরের এক বৃহৎ অংশ জলের নিচে চলে গেছে।
এটা থেকেই বোঝা যাচ্ছে যে জল নিষ্কাশনের ব্যবস্থা সেই আগের মতই আছে। এতে বিশেষ কোনো উন্নতি হয়নি।
গত রাতের বৃষ্টিতে শহরের শিলংপট্টি, ইটখোলা, লিংক রোড, চার্চ রোড, অম্বিকাপট্টি, সোনাই রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা জলের নিচে চলে গেছে।

আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জলমগ্ন এলাকার ছবি একের পর এক আসতে থাকে। এ নিয়ে অনেকে মন্তব্য করেন যে এই কি আমাদের শিলচরের আচ্ছে দিন?
এখানে উল্লেখ করা যেতে পারে, শিলচরের জন্য মাস্টার ড্রেনেজ প্রকল্প বিজেপির নির্বাচনী ইস্তাহারের এক বৃহৎ অংশ জুড়ে ছিল। কিন্তু বাস্তবে এখনো এর ফলপ্রসূ রূপ দেখা যায়নি।

 

 

Ambicapatty area

 

Itkhola area

 

নালা-নর্দমাগুলো কিছু কিছু পরিষ্কার করা হচ্ছে সত্যি কিন্তু এতে যে শিলচরের জমা জলের সমস্যার সমাধান হয়নি তা স্পষ্ট বোঝা যাচ্ছে।
কিছুদিন আগে শিলচরের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ দিলীপ পাল আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এ বছরে এই প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব হবে না। তাই এ বছর জনগণকে জমা জলের দুর্ভোগ পোহাতে হবে এবং বাস্তবে তাই হচ্ছে।
পাল আরও বলেছিলেন, “আমি আপনাদের মিথ্যা আশ্বাস দেব না কিন্তু মাস্টার ড্রেনেজ প্রকল্পের কাজ খুব শিগগিরই হাতে নেওয়া হবে। এটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে তবে আমি আশ্বস্ত করতে চাই যে খুব শিগগিরই জাতীয় স্তরের একটা সংস্থা দ্বারা এই প্রকল্পের রূপরেখা তৈরি করা হবে।

 

এখানে উল্লেখ করা প্রয়োজন যে পুরসভা নালা নর্দমা পরিস্কার করার জন্য লোক নিয়োগ করেছে এবং শহরের বেশিরভাগ স্থান থেকেই জল নেমে যাচ্ছে।

 

India club area
Shillongpatty area

সোনাই রোড এবং হাইলাকান্দি রোড থেকে জল নামতে আরো কয়েক ঘন্টা লাগবে বলে আমরা পৌরসভা সূত্রে জানতে পেরেছি।
আমরা দিলীপ পালের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি জানান যে দুএকদিন পরে এই বিষয়ে তিনি বক্তব্য রাখবেন।
আমরা পুরো প্রতিনিধি রাজেস দাসের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের জানান যে নর্দমাগুলো আবর্জনায় ভর্তি হয়ে আছে এবং এর জন্যই জল জমে জনগণের এত কষ্ট হচ্ছে।

এটা ঠিক যে পুরসভা প্রশাসনকে এবং জনগণ পুরসভাকে দোষারোপ করবে। কিন্তু জনগণের এই বিষয়ে আরেকটু দায়িত্ব সচেতন হতে হবে। বর্জ্য,পলিথিন এগুলো নর্দমায় ফেলে নর্দমাকে বন্ধ করে দিয়ে পৌরসভাকে দোষারোপ করলে আখেরে কোনো লাভ হবেনা।

 

 

 

Municipality clearing the drains
Workers taking out plastic out of the drain

 

 

 

 

 

 

Comments are closed.