অনলাইন নিউজ পোর্টাল মুদ্রণ মাধ্যমের জন্য হুমকি স্বরূপ : অরিজিৎ আদিত্য
অনলাইন নিউজ পোর্টাল বরাক বুলেটিন ডট কমের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত যুক্ত”র ‘অ্যাসপায়ারিং বরাক’ অনুষ্ঠানে “ডিজিটাল যুগে আঞ্চলিক গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক অরিজিৎ আদিত্য, সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, টাইমস অফ ইন্ডিয়া থেকে বিভূতিভূষণ গোস্বামী, বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেডের নিবার্হী কর্মকর্তা মুকেশ আগারওয়াল। আলোচনায় সঞ্চালকের ভূমিকা পালন করেন আসাম ট্রিবিউনের সংবাদ দাতা অরিন্দম গুপ্ত।
আলোচনায় নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে এ প্রসঙ্গে অরিজিৎ আদিত্য বলেন, অনলাইন মিডিয়া বর্তমানে প্রিন্ট মিডিয়ার জন্য একটি বড় হুমকি। আগামীতে বরাক বুলেটিন সহ অন্যান্য ওয়েব পোর্টাল গুলো প্রিন্ট মিডিয়ার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে সংবাদ পরিবেশনের মাধ্যমে যেখানে ওয়েব পোর্টাল গুলো পাঠকের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে, সেখানে প্রিন্ট মিডিয়াগুলোর কাছে সে সুযোগ নেই। তারা সংবাদপত্রের মাধ্যমে পরের দিন সেই খবর পরিবেশন করতে বাধ্য হচ্ছে। কাজেই এই অবস্থায় নিজের পাঠক ধরে রাখতে সংবাদপত্রগুলোকে বাড়তি কিছু পরিবেশন করতে হবে। তাছাড়াও রয়েছে সামাজিক মাধ্যম গুলো, যা আগুনের মতোই দ্রুত ছড়িয়ে দিতে পারে যে কোনো সংবাদকে। বলা যায়,এটা অবশ্যই অনলাইন পোর্টালের একটি বাড়তি সুবিধা।
যদিও সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরীর বক্তব্য ছিল কিছুটা ভিন্ন। তিনি বলেন, মুদ্রণ প্রকাশনা (স্থানীয় সংবাদপত্র গুলো) সংবাদের ক্ষেত্রে এখনো লিড করছে এবং আগামীতেও করবে। কারণ প্রত্যন্ত গ্রামাঞ্চলে জনগণ প্রযুক্তিগত দিকটা এখনও ঠিক ততটা আয়ত্ত করতে পারেননি।
তিনি আরো বলেন, যদিও অনলাইন নিউজ পোর্টালগুলো জনপ্রিয় হচ্ছে, কিন্তু বরাক উপত্যকার জন্য সব সময় সংবাদপত্র প্রাধান্য পাবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে জনগণ সংবাদপত্র পাঠ করতে বেশি ভালোবাসেন। তবে তিনি স্বীকার করেন, আগামীতে অনলাইন পোর্টালগুলি প্রিন্ট মিডিয়ার সামনে একটি হুমকি হয়ে দাঁড়াতে পারে। কাজেই সংবাদপত্রগুলোর ভিন্ন স্বাদের তথা অতিরিক্ত কিছু পাঠকের কাছে উপস্থাপন করতে হবে।
বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেডের নিবার্হী কর্মকর্তা মুকেশ আগারওয়াল বলেন, অনলাইন পোর্টাল যদিও অতিসত্বর সংবাদ পরিবেশন করতে পারে, কিন্তু তার একটা নেতিবাচক দিকও রয়েছে। কারণ তারা সংবাদটিকে বিশ্লেষণ করার সময় পান না, অন্যদিকে মুদ্রণ মাধ্যম গুলো যথেষ্ট সময় পেয়ে যায় যাচাই করে সঠিক সংবাদ বিশ্লেষণের মাধ্যমে বিস্তারিত ভাবে পরিবেশন করার। অন্বেষণের মাধ্যমে তাদের পরিবেশিত সংবাদে গভীরতাও থাকার সম্ভাবনা রয়েছে।
বিভূতি ভূষণ গোস্বামী আগরওয়ালের সঙ্গে সহমত পোষণ করে বলেন, সংবাদপত্র সংবাদ পরিবেশনের আগে ওই সংবাদ সম্পর্কে পুরো তথ্য জেনে বিশ্লেষণের মাধ্যমে সঠিক এবং পুরো খবর পরিবেশন করে। অনলাইন পোর্টালে সময়ের অভাবে তড়িঘড়িতে পরিবেশন করা সংবাদ অনেক সময় অসত্য কিংবা অর্ধ সত্য হওয়ার সম্ভাবনা থাকে। অনলাইন নিউজ পোর্টালের তুলনায় প্রিন্ট মিডিয়ার সংবাদগুলো অনেক বেশি বিশ্বাসযোগ্য।
আলোচনা সভায় অনলাইন নিউজ পোর্টাল ও ছাপানো কাগজগুলোর বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। জনপ্রিয়তার দৌড়ে দুই মাধ্যমের মধ্যে কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে, আগামী সময়ই তার উত্তর দেবে।
Comments are closed.