Also read in

আসামের বর্তমান অবস্থা নিয়ে ওপিনিয়ন মোভার্সের মত বিনিময় অনুষ্ঠান ২৩শে

“আসামের বর্তমান অবস্থা ও আমাদের কর্তব্য ”
শীর্ষক এক মত বিমিময় অনুষ্ঠানের আয়োজন করেছে ভার্চুয়াল মিডিয়া গ্রুপ ওপিনিয়ন মোভার্স। আগামী ২৩ জানুয়ারি, বুধবার শিলচর প্রেমতলায় অবস্থিত দিজেন্দ্র ডলি মেমোরিয়েল ট্রাস্টের অস্থায়ী সংগ্রহশালায় (হোটেল গ্রেট ইস্টার্নের উল্টোদিকে) সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বলে ওপিনিয়ন মোভার্সের পক্ষ থেকে এডমিন
দীপক সেন গুপ্ত জানিয়েছেন।

সভাটি সঞ্চালনা করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য। তাছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপিকা নন্দিনী ভট্টাচার্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

ক্রমবর্ধমান বেকারত্ব এবং দারিদ্রের সংকট কালে আসামে বিভিন্ন জাতি , উপজাতি , ভাষিক এবং ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদের বীজ বুনে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে ওপিনিয়ন মোভার্স শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এক ছাতার নিচে আনার আগ্রহেই এই সভার আয়োজন করেছে বলে জানান দীপক সেনগুপ্ত। এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে ওপিনিয়ন মোভার্সের পক্ষ থেকে তিনি সভায় সবার উপস্থিতি কামনা করেছেন।

Comments are closed.