Also read in

নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে হাইলাকান্দিতে জেলভরো,গ্রেফতার দেড় শতাধিক

 

নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির জেলভরো আন্দোলনে বুধবার রীতিমতো উত্তাল হয়ে উঠে হাইলাকান্দি জেলা সদর। পুলিশ এদিন ১৭৩ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে।

এদিন দুপুর ১২টায় কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির নেতৃত্বে হাইলাকান্দির এস এস কলেজ সংলগ্ন মাঠ থেকে মিছিল করে জেলাশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ান দেন প্রতিবাদকারীরা। কিন্তু শহরের সিরাজপট্টী পয়েন্টে পুলিশ প্রতিবাদী মিছিলে বাধা দিতেই পরিস্থিতি বিগড়ে যায়। একসময় কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির কর্মীরা ম্যাজিষ্ট্রেট ত্রিদীপ রায়, ওসি সুরজিৎ চৌধুরীর উপস্থিতিতে পুলিশ-সিআরপিএফ বাহিনীর প্রবল বাধা ভেঙে দ্রুতগতিতে মিছিল নিয়ে এগিয়ে যেতে থাকেন। অল্পসময়ের জন্য হলেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠে। পুলিশ-প্রতিবাদকারীর মধ্যে মৃদু ঠেলাধাক্কাও হয়। যদিও সংগঠনের নেতৃবৃন্দরা পরিস্থিতি সামাল দিলে রাজপথে বসে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোদ্ধে সবাই স্লোগান দিতে থাকেন। কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি দিয়ে উত্তাল প্রতিবাদ জ্ঞাপন করেন। শেষপর্যন্ত ঘন্টাখানেক রাস্তা আটকে রাখার পর ম্যাজিষ্ট্রেট ত্রিদীব রায়ের নির্দেশে ওসি সুরজিৎ চৌধুরী ১৭৩ জন আন্দোলনকারী কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।

আন্দোলনস্থলে কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর,জেলা সভাপতি শরিফ উদ্দিন মাঝারভূইয়া, ছাত্র মুক্তির কেন্দ্রীয় সদস্য পাঠান বাবুল হুসেন, জেলা সভাপতি মানজার আহমদ বড়ভূইয়া, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর সহ অন্যরা সাফ জানান, তারা কোনো অবস্থায় নাগরিকত্ব সংশোধনী বিল মেনে নেবেন না। তাদের মতে, এই বিল ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানে আঘাত করবে। তাই রাজ্যসভায় মোদী সরকার বিল পাশের চেষ্টা করলে আগামীদিনে বরাক উপত্যকার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত করে দেওয়ারও হুংকার দিয়েছেন কৃষক-ছাত্র নেতারা।

এদিন গ্রেপ্তার বরণ করা কর্মীদের মধ্যে রয়েছেন কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর, জেলা সভাপতি শরিফ উদ্দিন মাঝারভূইয়া, সহ-সম্পাদক নূরুল হক বড়ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম লস্কর, কার্যকরী সভাপতি আহমদ হুসেন বড়ভূইয়া, দক্ষিণ হাইলাকান্দি ব্লক সভাপতি আমির হুসেন লস্কর, সম্পাদক আহমদ হুসেন, উপদেষ্টা আফজল হুসেন, আলগাপুর আঞ্চলিকের সম্পাদক আবুল হুসেন লস্কর, কালাছড়া আঞ্চলিকের সম্পাদক কবির উদ্দিন লস্কর, দূধপুর আঞ্চলিকের সভাপতি হাসান আহমদ, সম্পাদক সাদ আহমদ, ছাত্র মুক্তির কেন্দ্রীয় সদস্য পাঠান বাবুল হুসেন, জেলা সভাপতি মানজার আহমদ বড়ভূইয়া, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, সম্পাদক আসাউর রহমান চৌধুরী, কার্যকরী সভাপতি আকমল হুসেন লস্কর, উপসভাপতি জহিরুল ইসলাম মজুমদার, দিলোয়ার হুসেন লস্কর, প্রচার সম্পাদক মাসুম আহমদ লস্কর, কাটলিছড়া ব্লক সভাপতি খাইরুল ইসলাম বড়ভূইয়া, সম্পাদক ইকবাল হুসেন, লালা ব্লক সভাপতি জাভেদ আহমদ বড়ভূইয়া প্রমুখ।

Comments are closed.