পঞ্চায়েত নির্বাচন : কর্মীদের নামের তালিকা পার্সোনাল সেলে পাঠাতে হবে শনিবারের ভেতরে
হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোর তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে ডিসি আদিল খান এ আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী আচরণ বিধি কঠোর ভাবে বলবৎ করা হবে।
এজন্য ইতিমধ্যে এমসিসি সেল গঠন করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান থেকে সবধরনের ভ্যানার, পোস্টার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার্কল ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। জেলা শাসক আদিল খান হাইলাকান্দি জেলায় অবাধ ও সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচনী আদর্শ আচরণবিধি নিয়ে কোনো ধরনের সমঝোতা করা হবে না। কোনও ব্যক্তি কিংবা রাজনৈতিক দলকে কোন ধরনের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। মডেল কোড অব কন্ডাক্ট লংঘন করলে সাথে সাথেই কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপায়ুক্ত খান।
তিনি এ ব্যাপারে বলেন, হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। মনোনয়ন গ্রহণ করা হবে সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত । আগামী নয় ডিসেম্বর অনুষ্ঠিতব্য পঞ্চায়েত ভোটের জন্য সরকারি ছুটির দিন ছাড়া আগামী উনিশ নভেম্বর পর্যন্ত প্রতিদিন মনোনয়ন নেওয়া হবে। বিশ নভেম্বর নমিনেশন পেপার পরীক্ষা করে বৈধ প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এদিকে ফেসবুকের মতো একাংশ সামাজিক মাধ্যমে মনোনয়ন জমা দেওয়া ও গ্রহণের তারিখ ভুল উল্লেখ করা হয়েছে বলে জেলা প্রশাসনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তাই এধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়ন গ্রহন করা হবে। নির্বাচনী আচরণবিধি অনুয়ায়ী প্রচার শেষ হবে সাত ডিসেম্বর বিকেল তিনটায়।
অন্যদিকে জেলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জেলা প্রশাসন জোর তৎপরতা শুরু করেছে। প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন জেলা উপায়ুক্ত আদিল খান। তাছাড়া, ভোট গ্রহণ উপলক্ষে কর্মীদের নিযুক্তির জন্য কেন্দ্র, রাজ্য সরকারের কর্মী, ব্যাংক, এলআইসি, কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানের কর্মীদের নামের তালিকা শনিবারের মধ্যে পার্সোনাল সেলে জমা দিতে প্রত্যেক বিভাগকে বলা হয়েছে।
Comments are closed.