ঘোষিত হল বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ- বরাকে ৯ ডিসেম্বর, গণনা ১২ই
অবশেষে আসামে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হল।রাজ্য নির্বাচন কমিশন এক ঘোষণায় জানিয়েছে যে, আসামে দুটি পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ৫ ডিসেম্বর এবং দ্বিতীয় পর্যায়ে ৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকার জনগণ দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ৯ ডিসেম্বর ভোট প্রদান করবেন।মনোনয়নপত্র পেশের সর্বশেষ তারিখ ১৯শে নভেম্বর; প্রত্যাহার করা যাবে ২২শে নভেম্বর। ১২ই ডিসেম্বর সকাল আটটা থেকে গণনার জন্য ব্যালট বাক্স খোলা হবে ।
রাজ্য নির্বাচন কমিশনের সচিব এক প্রেস বিবৃতিতে জানান, “ আসাম রাজ্য নির্বাচন কমিশন সংবিধানের নির্দেশ ও মাননীয় হাইকোর্টের ৯ অক্টোবর, কেস নং আইএ (সি) ৩৪৩৯/২০১৮ এবং আইএ (সি) ৩১২১/২০১৮ এর আদেশ অনুযায়ী আসামে পঞ্চায়েত নির্বাচন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চলেছে। শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট সরকারি বিভাগ গুলোর সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই ১৫ ডিসেম্বরের পর স্কুল ও কলেজগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য শিক্ষা বিভাগকে অনুরোধ করেছে।
বিজ্ঞপ্তিতে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৫ ডিসেম্বরের পর পরীক্ষার তারিখ নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও মসৃণভাবে অনুষ্ঠিত করার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সহ সর্বসাধারণকে অসম রাজ্য নির্বাচন কমিশনকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।
Comments are closed.