পাঁচগ্রাম কাগজ কল: হাইলাকান্দিতে প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর আমসু নেতা
পাঁচগ্রাম কাগজ কল পুনরুজ্জীবিত করা হবে বলে কথা দিয়ে কথা না রাখায় ভারতের প্রধানমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হলেন সারা অসম সংখ্যালঘু ছাত্র সংস্থার নেতা মিন্নাতুল ইসলাম। শুক্রবার হাইলাকান্দি সফরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের সমালোচনায় মুখর হন মিন্নাতুল ইসলাম । তার সাফ কথা, কাগজকলের ব্যাপারে কথা দিয়ে কথা রাখেননি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। এদিন আমসুর কেন্দ্রীয় সম্পাদক সংস্থার হাইলাকান্দি জেলাসভাপতি ফকরুল ইসলাম লস্কর, জেলাসাধারণ সম্পাদক খাইরুজ্জামান চৌধুরী, রুহুল আমিন বড়ভুইয়া, করিমগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন লস্কর , মুফিজ উদ্দিন আহমেদ, গোলাঘাট জেলা সাধারন সম্পাদক বাবুল আলি হাজারিকা প্রমুখকে পাশে বসিয়ে বরাকের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন মিন্নাতুল ইসলাম।।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে তিনি বলেন, গত নির্বাচনের সময় বরাকে ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী বলেছিলেন, তার দল ক্ষমতায় এলে তিনি পাঁচগ্রাম এবং জাগিরোড কাগজকলকে পুনরুজ্জীবিত করবেন । একইভাবে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও নির্বাচনী প্রচারের বিভিন্ন সভায় কাগজকল খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার কাগজকল খোলার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি বলে আমসু নেতা গুরুতর অভিযোগ তুলেছেন। অসমের সংখ্যালঘু ছাত্র সংস্থার এই নেতা বরাকের রাস্তাঘাট ভাল নয় বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করে বিজেপি সরকারের ‘সবকা সাথ সবকা বিকাশ’-র বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, শহরে বসে টিভির পর্দায় সবকা সাথ সবকা বিকাশের কথা বলে কোন লাভ নেই । কেননা তার মতে অসমের গ্রামগঞ্জের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন। আমসু নেতা মিন্নাতুল ইসলাম বরাকবাসীর যোগাযোগের দুর্ভোগ গুছাতে মিজোরামের ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত অবিলম্বে যাত্রীবাহী রেল চালু করার দাবি জানান।
Comments are closed.