Also read in

করোনা বদলে দিয়েছে শিলচর সেন্ট্রাল জেলের পরিবেশ

শিলচর কেন্দ্রীয় কারাগারের ৪৮৮ জন কয়েদির কোভিড পরীক্ষা হয়েছিল এবং এর মধ্যে ১২৪ জন পজিটিভ হয়েছিলেন। প্রথম থেকেই একজন দুজন করে পজিটিভ হওয়ায় সুরক্ষা ব্যবস্থা কিছুটা পাল্টে যায়। তবে আগস্ট মাসের শেষের দিকে প্রায় ৪০ জন কয়েদির জ্বর কাশি ইত্যাদি উপসর্গ ধরা পড়ে।

সেই সময় ভাইরাস সংক্রমণের হার অনেক বেশি ছিল, ফলে কারাগারে আতঙ্ক দেখা দেয়। কারাগারের পক্ষ থেকে স্বাস্থ্যবিভাগের কাছে অনুরোধ জানানো হয় তারা যেন প্রত্যেক কয়েদির কোভিড পরীক্ষা করিয়ে নেন। প্রতিদিন ৫০ জন করে কয়েদির স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। প্রত্যেকদিন কোভিড পজিটিভের সংখ্যা বাড়ছিল। একসময় আক্রান্ত ব্যক্তির সংখ্যা হয় ১২৪ জন, কেউ কেউ ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন। দুজনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা কারাগারের ভিতরেই হয়েছে।

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন, ধীরে ধীরে প্রায় প্রত্যেক আক্রান্ত ব্যক্তিই করোনামুক্ত হয়েছেন। তাদের সুস্থ হওয়ার মেয়াদ আলাদা আলাদা হলেও সবাই সত্যিই খুব সাবধানে জীবন-যাপন করতে শুরু করেছেন। কারাগারের ভেতর এখন পরিবেশ আগের মত নেই। প্রত্যেকেই নিরাপদ দূরত্ব বজায় রেখে থাকছেন।

এছাড়া কোনও ব্যক্তির নেগেটিভ রিপোর্ট আসার পর তাকে নিয়ম অনুযায়ী সাতদিনের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এর জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেকের জন্য পর্যাপ্ত পরিমাণে মাস্ক, সেনিটাইজার ইত্যাদি পাঠানো হচ্ছে। কয়েদিরা এখন আগে থেকে অনেক বেশি সচেতন। কেউ কেউ সময়মতো যোগ, ব্যায়াম চর্চা ইত্যাদিও করতে শুরু করেছেন। চিকিৎসকরা তাদের বলে দিয়েছেন স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। ফলে কেউ এব্যাপারে বিন্দুমাত্র উদাসীনতা দেখাচ্ছেন না। প্রত্যেকেই চাইছেন তারা যেন নিজেদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারেন। এজন্য তাদের পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। জেলের ভিতরেই রান্না হচ্ছে কিন্তু আগের থেকে অনেক বেশি পুষ্টিকর খাদ্যের যোগান দিচ্ছেন কর্তৃপক্ষ।

কয়েদি ছাড়াও কারাগারের কিছু কর্মী এবং আধিকারিকরা পজিটিভ হয়েছিলেন। প্রত্যেকেই ধীরে ধীরে সুস্থ হয়েছেন। ভিতরে খাবার-দাবার বানানো থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের বেঁধে দেওয়া সবগুলো গাইডলাইন প্রতিটি ক্ষেত্রে পালন করা হচ্ছে। এতে ভিতরের পরিবেশ আগের থেকে অনেকটাই পাল্টে গেছে। সকাল থেকে বারবার সাধারণ মানুষকে সচেতনতার জন্য উদ্বুদ্ধ করা হয়। শিলচর কেন্দ্রীয় কারাগারের ভেতরের পরিবেশ এব্যাপারে একটি উদাহরণ স্বরূপ কাজ করতে পারছে।

Comments are closed.