Also read in

কাগজ কল পুনরুজ্জীবন তথা কর্মীদের বকেয়া বেতন প্রদানের দাবিতে বরাকে রাস্তা রোখো, রেল রোখো

 

হিন্দুস্তান পেপার কর্পোরেশন রিভাইভেল অ‍্যাকশন কমিটি কাছাড় এবং নগাওঁ কাগজ কল পুনরুজ্জীবিত করা এবং কর্মীদের বকেয়া প্রদানের দাবিতে এবার সক্রিয় আন্দোলনে নামছে। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে রাস্তা রোখো, রেল রোখো, এবং অন্যান্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আজ এক সাংবাদিক সম্মেলনে কমিটির তরফ থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্য আহ্বায়ক মানবেন্দ্র চক্রবর্তী। আন্দোলনের প্রথম পর্যায়ে আগামী ২৬শে সেপ্টেম্বর ৩৭ নং এবং ৬ নং জাতীয় সড়ক অবরোধ করা হবে।

সরকারের প্রতি ক্ষোভ ব্যক্ত করে তিনি বলেন, ১৮ মাস ধরে মিলের কর্মচারীরা বেতন না পেয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন, কিন্তু সরকার সমস্যা সমাধানের ব্যাপারে একেবারেই উদাসীন। তিনি আরো জানান, ছাব্বিশে সেপ্টেম্বরের জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে ফল না পাওয়া গেলে পরবর্তীতে রেল রোখো এবং অন্যান্য আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হবে। যতদিন পর্যন্ত না কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ হবে, ততদিন এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

অন্যতম আহ্বায়ক সঞ্জীব রায় বরাক উপত্যকার বিধানসভা সদস্যদের কাছে আবেদন রাখেন, তারা যেন বিধানসভায় কাগজ কল কর্মীদের দুঃখ-দুর্দশা তুলে ধরেন। তিনি মুখ্যমন্ত্রীর কাছে কাগজ কলের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের বর্তমান দুঃখজনক অবস্থার কথা তুলে ধরার জন্য জনপ্রতিনিধিদের কাছে আবেদন রাখেন যাতে,যাতে এই দুর্বিষহ অবস্থার যত শীঘ্র সম্ভব একটা সমাধান হয়। সঞ্জীব রায় হুমকি দিয়ে বলেন যে, খুব শিগগির মিল দুটি চালু করা না হলে এবং কর্মচারীদের বকেয়া প্রদান না হলে আগামীতে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।

সাংবাদিক সম্মেলনে কমিটির অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল মজুমদার, বাহারুল ইসলাম বড়ভূঁইয়া, আজির উদ্দিন, দীপক চন্দ্র নাথ প্রমুখ।

Comments are closed.

error: Content is protected !!