Also read in

বরাকের সাংসদরা মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর গোলাম: কাগজ কল নিয়ে আক্রমণাত্মক সুস্মিতা

সোমবার পাঁচগ্রাম কাগজ কলের সামনে দলের অবস্থান ধর্মঘটের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচর এবং করিমগঞ্জের দুই বর্তমান সাংসদকে একহাত নিলেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সাংসদ রিপুন বরা অনুষ্ঠানের মূল আকর্ষণ হলেও সুস্মিতা দেব ছিলেন অনেক বেশি আক্রমণাত্মক।

কর্যত নির্বাচনী প্রচারে পরিণত হওয়া এই ধর্না কার্যসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংসদ রিপুন বরা আশ্বাস দেন, কংগ্রেস ক্ষমতায় এলে পাঁচগ্রাম ও নগাঁও কাগজ কল চালু করবে। সেইসঙ্গে সিন্ডিকেট রাজ নিয়েও তদন্ত করা হবে। রিপুন অভিযোগ করেন, কংগ্রেস আমলে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় যে দুটি ভারী শিল্পপ্রতিষ্ঠান অর্থাৎ এই কাগজকল গড়ে উঠেছিল, বিজেপি ক্ষমতায় এসে সেগুলো ধ্বংস করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুটি শিল্পের পুনরুজ্জীবনের জন্য বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। এমনকি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল, চন্দ্রমোহন পাটোয়ারিরা রাজ্যের শিল্পায়নে নতুন বিনিয়োগ আনার যা দাবি করেছেন তা ভুয়া প্রতিশ্রুতির নামান্তর। সম্ভবনাপূর্ণ এই দুটি কাগজকলকে নিলামে তুলে দিয়ে বিজেপি সরকার হাজার হাজার কর্মচারীকে শুধু বেকারত্বের মধ্যেই ঠেলে দেয়নি, এই কাগজ কলগুলির কর্মচারীদের পরিবারের রুজি-রোজগারের রাস্তাও বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে,শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বক্তব্য রাখতে গিয়ে শিলচর এবং করিমগঞ্জের উভয় সাংসদকে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গোলাম বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, বিজেপির অপশাসনে জনগণ বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। একের পর এক ভুয়ো প্রতিশ্রুতি চলছে; সিন্ডিকেট, পুঁজিপতিদের দাপট বৃদ্ধি পেয়েছে বিজেপি শাসনে। জনগণ এই অপশাসন থেকে মুক্তি পেতে কংগ্রেস দলের পতাকার নিচে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালাবেন, এটা হবে দ্বিতীয় স্বাধীনতার লড়াই।

সকাল ১১ টায় শুরু হওয়া প্রায় চার ঘন্টা ব্যাপী এই ধর্ণা কার্যসূচিতে প্রচন্ড গরম এবং করোনা মহামারী প্রটোকল উপেক্ষা করে শত শত কংগ্রেসীরা পাঁচগ্রামে ছুটে আসেন।

রিপুন বরা ও প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ছাড়াও উক্ত প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন আসাম বিধানসভার বিরোধী দলের দলপতি দেবব্রত শইকিয়া, উপ দলপতি রকিবুল হুসেন, সাংসদ প্রদুৎ বরদলৈ, প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ, অজিত সিং, প্রদেশ কংগ্রেসের সম্পাদক দাইয়ান হুসেন প্রমূখরা।

উক্ত সভায় কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জের দলীয় বিভিন্ন কর্মকর্তা, সেবাদল, মহিলা দল ও এন এস ইউ আই প্রতিনিধিরা যোগদান করেন।

Comments are closed.