Also read in

কাগজ কল পুনরুদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র দেবে জেলা বিজেপি

 

বরাক বুলেটিন, শিলচর, ১ জানুয়ারি
: কাগজ কল পুনরুদ্ধারের আবেদন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্মারকপত্র দেবে জেলা বিজেপি। কাছাড় কাগজ কল কর্মচারীদের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের এতে যোগ দিতে আবেদনও জানানো হয়েছে জেলা বিজেপির তরফ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি কৌশিক রায় এটি জানান। পাশাপাশি কংগ্রেস দলের বিরুদ্ধে কাগজ কল নিয়ে ধর্নার নামে লোক ঠকানোর অভিযোগও করেন তিনি।

তিনি বলেন, বরাক উপত্যকার সব থেকে বড় শিল্প কাছাড় কাগজ কলকে তিলে তিলে ধ্বংস করেছেন কংগ্রেসের নেতারা। এতে সাহায্য করেছিলেন কাগজ কলেরই একাংশ কর্মচারী। তখন দেশে বিজেপির শাসন ছিল না। যখন মিলটি বন্ধ হয়েছে, তখন কেন্দ্রে বিজেপি সরকার থাকলেও এটি বিজেপি বন্ধ করেনি। যারা কাগজ কলকে ধ্বংস করে নিজেদের ঘর বাড়ি বানিয়েছেন, তারাই আজ লোক দেখানোর আন্দোলন করছেন। এতে দুর্ভোগের দিন কাটাতে হচ্ছে কাগজ কল কর্মচারীদের পরিবারের সদস্যদের। তবে তাদের একটু বুঝতে হবে, কংগ্রেস দল সরকারে ফিরছে না এবং তারা কাগজ কলকে পুনর্জ্জীবিত করতে পারবেনা। এই কাজটি যে করতে পারবে, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা জেলা বিজেপির তরফে প্রধানমন্ত্রীকে ৪ তারিখ কাগজ কল পুনরুদ্ধারের আবেদন নিয়ে স্মারকপত্র প্রদান করব। কাগজ কল কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা কংগ্রেসের ফাঁদে পা দেবেন না। প্রধানমন্ত্রী সভায় আমাদের সঙ্গে আপনারাও আসুন, সবাই মিলে আমরা কাগজ কল পুনরুদ্ধারের দাবিটি মোদিজীর কাছে তুলে ধরি। গত পাঁচ বছরে আমরা দেখেছি দেশের অনেক বড় বড় থেমে থাকা প্রকল্প মোদীজির হাত ধরে বাস্তব হয়েছে, আমাদের স্বপ্ন কাগজকলও এভাবেই আবার চালু হবে।

এদিন জেলা বিজেপির তরফে পেপারমিল রিভাইভেল কমিটির সদস্যদের এবং কংগ্রেস নেতাদের নরেন্দ্র মোদির সভা ভঙ্গ করার চেষ্টা না করার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়। বিজেপির সদস্যরা বলেন, আমরা দেশের উন্নতির কথা ভেবে নরেন্দ্র মোদীকে সমর্থন করছি, কেউ যদি তার সভায় বাধা দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ভাবে রুখে দাঁড়াবো। এতে প্রশাসন ও আমাদের সাহায্য করবে।

Comments are closed.