২২ নভেম্বর বরাক বনধ হচ্ছেই, বন্ধ প্রত্যাহারের খবর নেহাতই গুজব
এইচপিসি পেপার মিলস রিভাইভ্যাল অ্যাকশন কমিটির ডাকা আসামের দুটি কাগজ কল অতিশীঘ্রই চালু করার দাবিতে ২২ নভেম্বরের ‘বরাক বনধ’ যথারীতি পালিত হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে বনধ প্রত্যাহারের খবর নেহাতই গুজব অথবা উদ্দেশ্যপ্রণোদিত।
রিভাইভ্যাল অ্যাকশন কমিটির তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আজ গৌহাটিতে নয়াগাঙ পেপার মিলের কিছু শ্রমিকদের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ‘বন্ধ’ সংক্রান্ত কিছু আলোচনার খবর আমরা পেয়েছি।
এইচ পি সি পেপার মিলস রিভাইভ্যাল অ্যাকশন কমিটির ডাকা ২২ নভেম্বরের ‘বরাক বন্ধ’ এর সাথে এর কোনও যোগাযোগ নেই। ‘বরাক বন্ধ’ হবে। হচ্ছে।”
এদিকে এইচপিসি পেপারমিলস্ রিভাইভ্যাল অ্যাকশন কমিটির আহ্বানে আগামী ২২ নভেম্বর বরাক বনধের সমর্থনে আগামী ২১ নভেম্বর ( বুধবার) বরাক উপত্যকার আটটি স্থানে গণ মিছিলের আয়োজন করা হয়েছে।এই মিছিলের স্থান এবং সময় হচ্ছে, পাঁচগ্রাম- সকাল ৮-৩০, করিমগঞ্জ সকাল ১১ টা, হাইলাকান্দি দুপুর ২টা, শিলচর বিকাল ৩-৩০, কালাইন এবং কাটিগড়া বিকাল ৪টা, গুমড়া বিকেল ৪-৩০।
প্রতিবাদী মিছিলে সামিল হতে আহ্বান জানানো হয়েছে এই কমিটির তরফ থেকে।
শিলচরে ক্ষুদিরাম মূর্তি’র পাদদেশ থেকে মিছিল শুরু হবে বিকাল ৩-৩০ থেকে।
কমিটির আহ্বানে বলা হয়েছে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অবহেলায় এবং সরকারের শ্রমিক নির্যাতনের শিকার হয়ে এখন পর্যন্ত ৩৯ জন শ্রমিক অর্ধাহারে- অনাহারে – বিনা চিকিৎসায় অকাল মৃত্যু বরণ করেছেন।
“সরকারের এই পৈশাচিক মনোবৃত্তির জন্যই এই প্রতিবাদ মিছিল। এই দুটি মিলের সাথে জড়িত কম করেও তিন লক্ষ মানুষের জীবন। শুধু তাই নয়, আজকের এবং পরবর্তী প্রজন্মের কর্মসংস্থানের লক্ষ্যে এই দুটি মিল বাঁচিয়ে রাখতেই হবে । আসামের অর্থনৈতিক উন্নতি এই দুটি মিলের ওপর অনেকটাই নির্ভরশীল। কাজেই যেকোনো উপায়েই হোক কাগজ কল বাঁচানোর দায়িত্ব আমাদের নিতে হবে।”
Comments are closed.