পাঁচগ্রাম কাগজ কলে নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত 'চোর'
পাঁচ গ্রামের কাগজ কলের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার রক্ষীর গুলিতে নিহত হয়েছে এক সন্দেহভাজন চোর। রবিবার বিকেল আনুমানিক ৩-৪৫ মিনিটে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় মনির উদ্দিন নামক এক যুবক।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ বৎসর বয়সী নিহত মনির উদ্দিনের বাড়ি দক্ষিণ বদরপুরের মোকামবুটি নামক গ্রামে, পিতার নাম কুটি মিয়া। তবে পুলিশি সূত্রে সরকারিভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
হাইলাকান্দির পুলিশ অধীক্ষক শ্রী নাথ জানান, মিলের বেসরকারি নিরাপত্তা রক্ষী একদল দুষ্কৃতকারীকে কাগজ কলের জিনিসপত্র চুরি করে পালাতে দেখে থামতে বলেন, কিন্তু ওরা পাল্টা আক্রমণ করতে উদ্যত হলে নিরাপত্তারক্ষী গুলি চালান। নিরাপত্তারক্ষী তাদের পা লক্ষ্য করে গুলি চালালেও একজন বসে পড়ায় তার গায়ে গুলি লাগে।
ঘটনার পর পাঁচগ্রাম থানার ওসি চিত্তরঞ্জন নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পরবর্তীতে আসেন হাইলাকান্দির পুলিশ সুপার প্রবীর কুমার নাথ, এডিশনাল পুলিশ সুপার বরুণ পুরকায়স্থ, ডিএসপি নয়ন মনি বর্মন; সিকিউরিটি গার্ডের বন্দুক বাজেয়াপ্ত করা হয়।
সন্ধ্যার পর মনির উদ্দিনের মৃতদেহ পোস্টমর্টেমের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় বলে জানা গেছে।
Comments are closed.