Also read in

কংগ্রেস ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে আসামের কাগজ কল দুটো পুনরুজ্জীবিত করা হবে: রাহুল গান্ধী

কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তবে ছয় মাসের মধ্যে কাছাড় কল সহ আসামের দুটো নিষ্ক্রিয় মিলকে পুনরুজ্জীবিত করা হবে, বললেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে অনুষ্ঠিত নির্বাচনী সভায় জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী এ প্রতিশ্রুতি দেন।

ধবধবে সাদা প্যান্ট এবং সাদা কুর্তা পরিহিত কংগ্রেস সভাপতি বলেন, এই দুটি মিল নিষ্ক্রিয় হয়ে পড়ায় প্রচুর সংখ্যক মানুষের কষ্টের সীমা নেই। এই অবস্থায় দুটো কাগজ কলকে কার্যকর করে তোলা হবে ২০১৯ এর নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় ফিরলে। এখানে উল্লেখ করা যেতে পারে, বরাক উপত্যকার অন্যতম প্রধান শিল্পপ্রতিষ্ঠান হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে অবস্থিত কাছাড় কাগজ কল ২০১৫ সালের অক্টোবর মাস থেকে নিষ্ক্রিয় হয়ে রয়েছে। অন্যদিকে মরিগাঁও জেলার জাগীরোডে অবস্থিত নগাওঁ কাগজ কল ২০১৭ সালের মার্চ মাস থেকে অকেজো হয়ে রয়েছে।

বরাক উপত্যকার উন্নয়নের ব্যাপারে রাহুল গান্ধী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে তার সরকার উপত্যকাকে আসামের ‘বিজনেস হাব’ এ পরিণত করতে সচেষ্ট হবে।
মহিলাদের ক্ষমতায়নের ব্যাপারে রাহুল গান্ধী উল্লেখ করেন, সরকারি চাকরিতে তার সরকার মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত করবে। পাশাপাশি ‘ন্যূনতম আয় যোজনা’র অধীনে দেশের ২০% সবচেয়ে দরিদ্র পরিবারগুলি পাবে ৭২ হাজার টাকা, যা কিনা পরিবারগুলো মাসিক ছ হাজার করে পাবে। পরিবারের মহিলা সদস্যের হাতে সরাসরি টাকাটা তুলে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপারে বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, শিল্পপতি বা পুঁজিপতিদের সঙ্গে মোদির বিশেষ যোগাযোগ রয়েছে, অথচ দেশের গরীব জনগণের দুঃখ তাকে ভাবায় না। সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের জন্য গত ৫ বছর ধরে জনগণকে অনেক কষ্ট পোহাতে হয়েছে।

শিলচরের সাংসদ তথা কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব বলেন, কংগ্রেস সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করবে এবং দেশের অন্যান্য সমস্যার সমাধান করতে সচেষ্ট হবে। বরাক উপত্যকার উন্নয়নের ব্যাপারে তিনি বলেন, এই উপত্যকাকে নিয়ে সরকারের একটি বিচক্ষণ দৃষ্টিভঙ্গি থাকবে এবং সরকারে আসার পর উপত্যকার সর্বস্তরে উন্নয়নের এবং বিকাশের জন্য কাজ করবে।

প্রচুর সংখ্যক জনগণ এদিনের সমাবেশে উপস্থিত থাকলেও খারাপ আবহাওয়ার জন্য অনুষ্ঠানটি শুরু হতে বিলম্ব হয়। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সমাবেশে পৌঁছালে জনগণ ‘চৌকিদার চোর হ্যায়’ বলে স্লোগান দিতে থাকেন। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, সিদ্দিক আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ, লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে জানা যায়, পাঁচগ্রামে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নির্বাচনী সমাবেশে একটি প্রেস গ্যালারি ভেঙ্গে পড়ে। রাহুল গান্ধী নির্বাচনী সমাবেশে পৌঁছানোর আগেই ঘটনাটি ঘটেছে। গনমাধ্যমের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কারোর আঘাতই তেমন গুরুতর নয় বলে জানা গেছে। কমলাক্ষ দে পুরকায়স্থ এবং রুমি নাথ সংগঠকদের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন।

Comments are closed.