৩০৬টি খালি সিলিণ্ডার সহ ট্রাক নিয়ে হ্যাণ্ডিম্যান রংপুর থেকে নিখোঁজ
৩০৬ টি খালি সিলিন্ডার সহ একটি গাড়ি পার্কিং থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে রংপুরে গতকাল রাতে । গাড়িটির হ্যান্ডিম্যানও নিখোঁজ বলে জানা গেছে। ঘটনায় জানা যায়, মিজোরামে গ্যাস সিলিণ্ডার সরবরাহ করে চালক গাড়িটি নিয়ে জারৈলতলার বটলিং প্ল্যান্টে ফিরে যাচ্ছিল এবং যাওয়ার পথে ট্রাকটি শহরের রংপুর এলাকায় পার্কিং করে রাখে। কিন্তু এরপর হঠাৎ করে ট্রাকটি সন্ধানহীন হয়ে পড়ে।গাড়ির হ্যাণ্ডিম্যানকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
“কাল রাত গাড়ির চালক আমাকে ফোন করে জানালো যে, ট্রাকটা রংপুরের ১ নম্বর পেট্রোল পাম্পের সামনে রেখে সে বাড়ি যাচ্ছে এবং হ্যান্ডিম্যান (চালকের সহকারি) ট্রাকে ঘুমাবে”, গাড়িটির মালিক সংগ্রাম রায় আমাদের জানালেন।
রায় ড্রাইভারকে বাড়ি যাবার অনুমতি দিয়ে খুব ভোরে ট্রাকটিকে প্ল্যান্টে নিয়ে যেতে বলেন, কারণ রবিবারে পৌঁছতে দেরি হলে অসুবিধা হবে।
সকাল প্রায় সাতটায় দেখা গেল সিলিন্ডারবাহী ওই লরিটি যথাস্থানে নেই। আশেপাশে কোথাও গাড়িটি দেখা যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর গাড়িটি না পেয়ে মালিক সংগ্রাম রায় রংপুর থানায় গিয়ে প্রাথমিক এজাহার দাখিল করেন।
গাড়ির যে হেন্ডিম্যান গাড়িতে রাত্রে ঘুমিয়েছিল তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল সুইচড অফ এবং কাল রাত থেকে সে কোনো যোগাযোগ করেনি বলে জানা গেছে। ট্রাকটির নম্বর হচ্ছে এমজেড ০৫ ৭৬২৪ । প্রসঙ্গত,সংগ্রাম রায় রংপুর এলাকারই বাসিন্দা। ট্রাকটির কোনও হদিশ পাওয়া গেলে তাকে ৯৮৬৪৩৪৭৫৬৮ / ৯৪৩৫০৭০২৯৯ নম্বরে যোগাযোগ করে জানাবার জন্য তিনি অনুরোধ রেখেছেন।
Comments are closed.