পারভেজের শতরান, জে কে বরুয়া ট্রফি ক্রিকেটের জোনাল ফাইনালে শিলচর
পারভেজের শতরান, জে কে বরুয়া ট্রফি ক্রিকেটের জোনাল ফাইনালে শিলচর
জে কে বরুয়া ট্রফি অনূর্ধ্ব ১৯ আন্তঃজেলা ক্রিকেটের শুরুটা দারুণ করল শিলচর। সোমবার টুর্ণামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা ১৯৩ রানে উড়িয়ে দেয় হাইলাকান্দি দলকে। এই জয়ের ফলে টুর্নামেন্টের জোনাল ফাইনালে জায়গা করে নিয়েছে শিলচর। আগামী ২৫ ফেব্রুয়ারি জোনাল ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে করিমগঞ্জ অথবা কারবি আলং। মঙ্গলবার কার্যত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে করিমগঞ্জ ও কারবি আলং। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে শিলচরের মুখোমুখি হবে।
এবার ফিরে আসা যাক শিলচরের ম্যাচে। এদিন সতীন্দ্র মোহনদেব স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ঘরোয়া দলের অধিনায়ক শুভজিত পাল। তবে শিলচরের শুরুটা কিন্তু ভালো হয়নি। শুরুতে ফিরে যান ওপেনার অমন সিং (৮)। তবে বিপক্ষকে এর কোনো ফায়দা তুলতে দেননি দুই বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ মোশারফ ও কৃশানু দত্ত।
সেই সুপার ডিভিশন লিগ থেকেই দারুণ ফর্মে ছিলেন পারভেজ। এরপর সদ্যসমাপ্ত অসম প্রিমিয়ার ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে হাঁকিয়েছিলেন এক ঝকঝকে শতরান। সেই ফর্মটা এবার আন্তজেলার এই আসরেও ধরে রাখলেন।
হাইলাকান্দির বিরুদ্ধে হাকালেন এক দুরন্ত সেঞ্চুরি। ১১৫ বলের মোকাবিলা করে ১০৮ রান করেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে, কৃশানু খেলেন (৭৩) অর্ধশত রানের ইনিংস। দ্বিতীয় উইকেট এর জন্য পারভেজ-কৃশানু জুটি ১৪০ রানের পার্টনারশিপ গড়েন। মূলত এই পার্টনারশিপের জোরেই ৪৮ ওভারে ৩০৪ রানের বিশাল স্কোর খাড়া করে নেয় ঘরোয়া দল। সবকটা উইকেটের বিনিময়ে। স্লগ ওভারে দ্রুত রান তুলতে গিয়ে টানা উইকেট হারায় শিলচর। এতেই তারা অল আউট হয়ে যায়। উল্লেখযোগ্য রান পান সুরজ যাদব (৪১), সমীর সিনহা (২০), রোশন টপনো (১৩) এবং শুভজিত পাল (১২)। হাইলাকান্দির মিডিয়াম পেসার শচীন নাগ (৭-৬৫) ভালো বোলিং করেন।
জবাবে শিলচরের রানের পাহাড়ে চাপা পড়ে হাইলাকান্দি। তারা শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ফলে ৩৫ ওভারে অলআউট হয়ে যায় ১১১ রানে। উল্লেখযোগ্য অবদান রাখেন কিরটিজিত এঙ্গতি (২৫), অরিন্দম দেব (১৮) ও কবীর চৌধুরী (১৭)। ছয় উইকেট শিকার করেন শুভজিত পাল (৬-১৪)। এছাড়া দুটি করে উইকেট নেন সাহিল হাসান লস্কর ও পরীক্ষিত বণিক।
Comments are closed.