Also read in

ভুবন ভুলানো হাসি নিয়ে শিলচরে হাজির জাদু সম্রাট পি সি সরকার: স্বহস্তে ৬০০ জনকে খাওয়ালেন সাউথ কর্নারে

মানুষের আশীর্বাদেই আমি পি সি সরকার, তাই মানুষের পাশে দাঁড়াতে ভালবাসি। তবে সাধারণ মানুষের হাতে ভরপেট খাবার তুলে দিতে পারার যে আনন্দ তার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। যারা করুণা করে এসে খাবার গ্রহণ করলেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ, এমনটাই বললেন জাদু সম্রাট পি সি সরকার।

শনিবার সকালে রাঙ্গিরখাড়ির সাউথ কর্নারে ৫-টাকায় খাবারের দোকানে প্রায় ৬০০ মানুষের হাতে বিনামূল্যে ভরপেট খাবার তুলে দেন তিনি, এতে ছিল ভাত-ডাল এবং সব্জি।

উল্লেখ্য স্থানীয় রয়েল ড্রিমস নামক সংস্থার পক্ষ থেকে আয়োজিত সপ্তাহব্যাপী চলা ম্যাজিক শো অনুষ্ঠানে অংশ নিতে শিলচর এসেছেন জাদু সম্রাট। তিনি সংস্থার সহযোগিতায় শনিবার খাবার বিতরণের আয়োজন করেন।

পাশাপাশি শিলচরের প্রতি তার ভালোবাসার বিশেষ টানের কথাও উল্লেখ করলেন। তিনি বলেন, জাদুর টানে সারা বিশ্ব ঘু্রেছি, কিন্ত শিলচর সবথেকে আলাদা। এখানে আসার জন্য অপেক্ষায় থাকি। অন্তত বছরে একবার হলেও এই শহরে আসতে চাই এবং সারা জীবন ধরে এভাবে আসতেই থাকব। কেউ আটকাতে পারবেনা।

 

PC Sorcar eating meal in South Corner restaurant, Rangirkhari

রয়েল ড্রিমস সংস্থার পক্ষ থেকে বাপ্পন দাস জানান, ১লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যায় থাকবে ম্যাজিক শো। তারা এবারই প্রথম এধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠানের আগে সাধারণ মানুষের জন্য কিছু একটা করার ইচ্ছা ছিল, আর গরিব দুঃস্থ মানুষের হাতে খাবার তুলে দেওয়ার থেকে ভালো আর কি হতে পারে? তাই এই ৫-টাকায় খাবারের দোকানের সঙ্গে যোগাযোগ করে খাবার বিতরণের আয়োজন করা হয়।

সাউথ কর্নার রেস্তোরাঁর কর্ণধার অর্ণব কর জানান, প্রায় কয়েক মাস ধরে তারা ৫ টাকায় সাধারণ মানুষকে খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন। এতে অনেকেই সাহায্যের হাত এগিয়ে দেন। কেউ কেউ তাদের বিশেষ দিনগুলো পালনের জন্য একদিনের সম্পূর্ণ খরচের যোগান দিয়ে দেন। এভাবেই রয়েল ড্রিমস এবং জাদু সম্রাট পি সি সরকার যৌথভাবে আজ ৬০০ মানুষকে খাবার দিলেন। আমরা জাদু সম্রাটকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত বোধ করছি, তিনি যোগ করেন।

Comments are closed.