
নোডাল ডিস্ট্রিক্ট: উত্তর-পূর্বের বাইরে থেকে বরাকে ফেরা ব্যক্তিদের কোয়ারেন্টাইন করা হবে কাছাড়ে
আন্তঃরাজ্য পরিবহন শুরু হওয়ার প্রথম তিন দিন উত্তর-পূর্বের বিভিন্ন জেলা থেকে বরাক উপত্যকার মানুষ ফিরেছেন। এবার উত্তর-পূর্বের বাইরের মানুষ ফিরতে শুরু করবেন এবং এই প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। এক্ষেত্রে বিভিন্ন এলাকার নোডাল ডিস্ট্রিক্ট ঠিক করে দেওয়া হয়েছে। বরাক উপত্যকার ডিস্ট্রিক্ট কাছাড়, ফলে যারা উত্তর-পূর্বের বাইরের রাজ্য থেকে বরাক উপত্যকায় ফিরবেন, তাদের স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব কাছাড় জেলার। তারা কোকরাঝাড় হয়ে রাজ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই প্রাথমিক স্ক্রিনিং হবে। এরপর তাদের তালিকা কাছাড় জেলা প্রশাসনের কাছে পৌঁছে যাবে। সেখান থেকে তাদের সোজা কাছাড়ে পাঠানো হবে। এখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পরেই তারা নিজের এলাকায় ফিরতে পারবেন।স্বাস্থ্য পরীক্ষার পর যাদের কোয়ারেন্টাইনে পাঠানোর প্রয়োজন হবে, তাদের কাছাড় জেলায় রাখা হবে। এক্ষেত্রে বিভিন্ন বিবাহবাসর সহ ফাঁকা হলগুলো ব্যবহার করা হবে।অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যওয়ান মঙ্গলবার খবরটি জানান।
কাছাড় জেলার প্রায় ২৪ হাজার মানুষ রাজ্যের বাইরে রয়েছেন এবং ফেরার জন্য আবেদন করেছেন। ২৫ এপ্রিল থেকে আন্তঃজেলা পরিবহন শুরু হয়েছিল। এপর্যন্ত প্রায় দুই হাজার মানুষ রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাছাড়ে ফিরেছেন। যদিও তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পরেই ফিরতে দেওয়া হয়েছে এবং প্রত্যেককে বলা হয়েছে তারা যেন অন্তত ১৪ দিন ঘর থেকে না বেরোন। এরপর উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ফেরার অনুমতি দেওয়া হয়। প্রথম দুই দিনে প্রায় ৬০০ মানুষ কাছাড়ে ফিরেছেন। এবার উত্তর-পূর্বের বাইরে থেকেও মানুষ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যারা নিজস্ব গাড়ি নিয়ে অন্য রাজ্যে আটকা পড়েছেন, তারা যে রাজ্যে আছেন সেখানে আবেদন করবেন এবং গাড়িতে করে তাদের ফেরার অনুমতি মিলবে। যাদের ফিরে আসার সাধন নেই তারা গাড়ি ভাড়া করেও আবেদন করতে পারেন। এদের জন্য একটি ফোন নম্বর সরকারের তরফে দেওয়া হয়েছে, যেখানে মিস্ কল করলে একটি লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা। নম্বরটি হচ্ছে ৭৪২৮১৫৯৯৬৬। এছাড়া একটি ইমেইল অ্যাড্রেস চালু করা হচ্ছে। ওই ইমেইলের মাধ্যমেও ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারবেন, তাদের আবেদন গ্রাহ্য হলে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
কাছাড় জেলায় আইএসবিটি-কে স্ক্রিনিং জোন হিসেবে ব্যবহার করা হবে। বরাক উপত্যকার তিন জেলার যারাই উত্তরপূর্বের বাইরের রাজ্য থেকে আসবেন, তাদের সরাসরি আইএসবিটিতে পাঠিয়ে দেওয়া হবে। এখানে তাদের বিভিন্ন ধরনের স্ক্রিনিং হবে। এরপর যাদের বাড়ি ফেরার মতো স্বাস্থ্যের অবস্থা রয়েছে তাদের যাবার অনুমতি দেওয়া হবে। স্বাস্থ্যকর্মীরা যাদের সরকারি কোয়ারেন্টাইনে পাঠানো দরকার বলে মনে করবেন, তাদের কাছাড় জেলার বিভিন্ন জায়গায় প্রাথমিকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন করা হবে।
প্রাথমিক স্তরে প্রায় এক লক্ষ মানুষের স্ক্রীনিং হবে বলে ধারণা করছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। বিভাগের পক্ষ থেকে সুমন চৌধুরী জানিয়েছেন, তিন জেলা মিলিয়ে প্রায় ৯০ হাজার মানুষ ফিরতে পারেন। কাছাড় জেলাকে নোডাল ডিস্ট্রিক্ট ঘোষণা করার পাশাপাশি এই প্রক্রিয়া সম্পন্ন করতে বিভিন্ন ভাবে সাহায্য করছে রাজ্য সরকার। ইতিমধ্যে থার্মাল টেস্ট মেশিন সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে। যারাই উত্তর-পূর্বের বাইরে থেকে আসবেন তাদের যেহেতু প্রথমে কোকরাঝাড়ে স্ক্রিনিং হবে, তাই কাছাড়ের কাছে তাদের তালিকা আগেই চলে আসবে। ফলে ফিরে আসা ব্যক্তির সংখ্যা যদি প্রয়োজনে বৃদ্ধি পায় সেটা সামাল দিতে কিছুটা সময় থাকবে জেলা প্রশাসনের কাছে।
মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত জানান, করিমগঞ্জ জেলার দুই করোনা আক্রান্ত ব্যক্তি, মুফতি জামাল উদ্দিন এবং নজরুল ইসলামের স্বাস্থ্যের অবস্থা স্বাভাবিক। জামাল উদ্দিনের নয়টি টেস্ট হয়েছে এবং নজরুল ইসলামের দ্বিতীয় টেস্ট সম্পন্ন হয়েছে। তারা দুজনেই পজেটিভ।
Comments are closed.