নিষিদ্ধ সংগঠনের পতাকা উত্তোলন নিয়ে হাইলাকান্দিতে উত্তেজনা
নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অব ইণ্ডিয়ার পতাকা উত্তোলন ঘিরে রবিবার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দি জেলা সদর। যদিও পুলিশ ঘটনাটিকে সামাল দিতে সক্ষম হয়। পুলিশের তাৎক্ষণিক উপস্থিতিতে পরিস্থিতির তেমন অবনতি ঘটেনি।
নিষিদ্ধ ঘোষিত ইসলামিক সংগঠন পপুলার ফ্ৰন্ট অব ইণ্ডিয়ার প্ৰতিষ্ঠা দিবস পালন করা এবং পতাকা উত্তোলনকে কেন্দ্ৰ করে এদিন হাইলাকান্দিতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় । এদিন হাইলাকান্দি শহরের নেতাজি পয়েন্টে ওই সংগঠনের পতাকা উত্তোলনে বাধা প্রদান করেন স্থানীয় জনগণ।৷ আর এতেই উত্তেজনার সূত্রপাত হয়।
স্থানীয় জনগনের অভিযোগ, পপুলার ফ্রন্ট অব ইণ্ডিয়ার সদস্যরা পতাকা উত্তোলনের সময় পুলওয়ামা শহিদ সহ বজরং দলের দুটি ভ্যানার ছিঁড়ে ফেলে। ভ্যানার ছেঁড়াকে কেন্দ্র করে একসময় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যায় সদর থানায়। খবর পেয়ে হাইলাকান্দি সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বজরং দলের পক্ষ থেকে হাইলাকান্দি সদর থানায় পপুলার ফ্রন্টের জেলা সম্পাদক মাসুম আহমেদ লস্করের বিরুদ্ধে একটি এজাহার জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক বলে জানা গেছে।
Comments are closed.