Also read in

পাইপ লাইন সংস্কারে পিএইচই'র টালবাহানা, লালায় ভোট বয়কটের ডাক ক্ষুব্ধ নাগরিকদের

হাইলাকান্দি জেলার লালা শহরের চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের বি টি রোড, জি পি সরনি এলাকার নাগরিকরা বিগত প্রায় সাত বছর ধরে পিএইচই’র জল না পেয়ে শেষ পর্যন্ত ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন।

রবিবার সকালে লালা শহরের চার, পাঁচ, ও ছয় নম্বর ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক আবাল বৃদ্ধ বনিতা হাতে হাতে প্লেকার্ড, ফেস্টুন নিয়ে রাজপথে বের হয়ে প্রতিবাদে সোচ্চার হন। ক্ষুব্ধ নাগরিকরা সাফ জানিয়ে দেন, জল নেই তো ভোট নেই। তারা
পানীয় জল নেই-ভোট নেই, রাস্তা নেই-ভোট নেই, ড্রেইন নেই-ভোট নেই, উন্নয়ন নেই- ভোট নেই ইত্যাদি স্লোগান দিয়ে এলাকার হাওয়া সরগরম করে তুলেন।৷ এরপর প্রায় দেড় শতাধিক পুরুষ মহিলা সমবেত হয়ে নানা স্লোগানে, ধর্নায় দীর্ঘসময় বিক্ষোভ দেখান।। প্রতিবাদী কার্যসুচিতে অন্যদের মধ্যে পূলক নাথ, নিবেদিতা নাথ, শুক্লা রানী নাথ, অনামিকা নাথ, শিল্পী রানী নাথ, শিশিরকনা নাথ, শংকরী নাথ, তিরুবালা নাথ, সৌমেন কান্তি নাথ মজুমদার, বিধু ভূষন নাথ, সমর নাথ, প্রদীপ নাথ,কমলাক্ষ নাথ, টিটু নাথ, বিজিত নাথ, রাজেশ নাথ, সৌমিত্র নাথ প্রমুখ অংশ নিয়ে
পানীয় জল, ড্রেইন, রাস্তা নিয়ে বঞ্চনার চিত্র তুলে ধরে ক্ষোভে ফেটে পড়েন।।

তাঁরা অভিযোগ করে বলেন, নিয়মিত পুরকর দিয়ে লালা শহরে বসবাস করলেও উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন তারা। স্বাধীনতার বাহাত্তর বছর পর ও বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করতে হচ্ছে।। বি টি রোড, গুরু প্রসাদ সরনি, ইত্যাদি এলাকায় পিএইচই’র জল পৌঁছায় না। পাইপ লাইন মেরামতের জন্য বার বার পুরসভা সহ পি এইচ ই বিভাগে আবেদন জানিয়েও কোন ফল হয় নি।। এনিয়ে বিগত প্রায় সাত বছর ধরে তারা পুরসভা থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক, সাংসদ, বাস্তুকারদের দরবারে বার বার গেছেন। সাংসদ রাধেশ্যাম বিশ্বাস একটি বারের জন্য ওই এলাকায় পা মাড়ান নি। তাই তারা আসন্ন লোকসভা ভোট বয়কটের সিদ্ধান্ত গ্রহন করেছেন বলে হুংকার দেন।

এদিকে গোটা লালা শহরে বর্তমানে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বিভাগীয় আধিকারিক, বাস্তুকার ও কর্মীদের গাফিলতিতে প্রায়ই শহরে জল সরবরাহ করা হয় না বলেও অভিযোগ উঠেছে।

Comments are closed.