বহুদিনের দাবিপূরণ: শিলচরে দ্বিতীয় সরকারি ব্লাড ব্যাংক উদ্বোধন হলো আজ
শিলচরবাসীর বহুদিনের একটি দাবি পূরণ হলো; স্বাস্থ্য দপ্তরের রাজ্যমন্ত্রী পীযূষ হাজারিকার হাত ধরে সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে শিলচরের দ্বিতীয় সরকারি ব্লাড ব্যাঙ্কের উদ্বোধন হল আজ। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী হাজারিকা বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে খুবই যত্নবান রয়েছেন। মন্ত্রী হাজারিকা আরো জানান যে, করিমগঞ্জ মেডিক্যাল কলেজের নির্মাণের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। জনগণের দাবি মেনে এই হাসপাতালে শিশু বিশেষজ্ঞ এবং ১০৮ আম্বুলান্স রাখারও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বিধায়ক দিলীপ পাল, বিধায়ক আমিনুল হক লস্কর, বিধায়ক মিহির কান্তি সোম, বিজেপি দলের জেলা সভাপতি কৌশিক রাই প্রমুখ।
এদিকে, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের তরফে সাধারণ সম্পাদক করুণাময় পাল এই ব্লাড ব্যাংক স্থাপনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি আবেদন রেখেছেন যাতে থেলাসেমিয়া রোগীদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়, কারণ এই রোগীদের ঘন ঘন রক্তের প্রয়োজন হয়। ফোরামের তরফে আগামীতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রক্তের কম্পোনেন্ট সেপারেশন ছাড়া অন্য সমস্ত ধরণের ব্যবস্থা (দাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা, রক্তের বাধ্যতামূলক পরীক্ষা সমুহ করা, যথোপযুক্ত বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করে রাখা, যে কোনো হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য রক্ত ইস্যু করা ইত্যাদি) এই ব্লাড ব্যাঙ্কে থাকবে বলে জানা গেছে। এবার দায়িত্ব সচেতন, শিক্ষিত নাগরিকদের। রক্তের ভাণ্ডার সব সময় পূর্ণ করে রাখার জন্য পরিবারের সদস্য, প্রতিবেশি, বন্ধু ও আত্মীয় স্বজনকে রক্তদানে উদ্বুদ্ধ করার দায়িত্ব প্রত্যেকের। কেননা, রক্তদাতারা এগিয়ে না এলে ব্লাড ব্যাঙ্ক ঠুঁটো জগন্নাথ ছাড়া আর কিছুই নয়।
Comments are closed.