Also read in

রামনগর আইএসবিটিতে বাসের ভেতর থেকে উদ্ধার পিস্তল - তাজা কার্তুজ, চাঞ্চল্য

শিলচর শহর সংলগ্ন রামনগর আইএসবিটিতে একটি বাসের ভেতর থেকে উদ্ধার হল দুটো পিস্তল এবং কয়েকটি তাজা গুলির মতো আপত্তিজনক সামগ্রী।

মঙ্গলবার রাতে এএসটিসি’র অধীন চলাচলকারী ত্রিপুরার ধর্মনগর থেকে আসা এক যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হয় সামগ্রী গুলো ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সন্ধ্যার পর বাস আইএসবিটিতে পৌঁছার পর যাত্রীরা সবাই নেমে যান। কিছুক্ষণ পর চালকের সহকারি বাসে উঠলে সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ দেখতে পান। ব্যাগের ভেতরে রয়েছে দুটি পিস্তল, ৪০ রাউন্ড তাজা গুলি সহ সেনাবাহিনী ব্যবহৃত এক জোড়া জুতা ও অন্যান্য কিছু সামগ্রী। এই খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সামগ্রীগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

তবে কে বা কারা এই ব্যাগ রেখেছিল, বা কোন যাত্রী কি তা নিয়ে এসেছিলেন, সেটা বোঝা যাচ্ছে না; ঘটনাটি ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।

বেআইনি জিনিসগুলো বাসের ভিতরে কি করে এলো তা নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

Comments are closed.