Also read in

'কাউন্টার স্ট্রাইক'য়ে আবারও ভারতসেরা হয়ে চমকে দিল শিলচরের দেবাঞ্জন

শিলচরের দেবাঞ্জন আবার সংবাদ শিরোনামে। এবছরের ভারত সেরা খেলোয়াড়ের শিরোপা পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে দেবাঞ্জনের।’কাউন্টার স্ট্রাইক’ নামের বিশ্বখ্যাত ভিডিও গেমে ভারতের সবথেকে বড় টুর্নামেন্ট ফল সিজন জিতেছেন শিলচরের দেবাঞ্জন দাস। এখানে উল্লেখ করা প্রয়োজন, ইতিমধ্যেই চীনে অনুষ্ঠিত এশিয়ার সেরা টুর্নামেন্ট ‘জোউয়ি এশিয়া এক্সট্রিমল্যান্ড’ য়ে শিলচরের এই তরুণ খেলোয়াড় ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

দেবাঞ্জন এখন ‘কাউন্টার স্ট্রাইক’ নামের এই বিশ্ব বিখ্যাত গেমটির দু’বারের ভারত সেরা। মোবাইল হাতে নেওয়ার জন্য যখন অভিভাবকদের কাছে অনেকেরই গালমন্দ জুটছে, তখন দেবাঞ্জনের কাছে এই অনলাইন গেম’র মাধ্যমে সুযোগ রয়েছে কোটি কোটি টাকা রোজগার করার। চীনে এশিয়ার সেরা প্রতিযোগিতায় খুব ভালো ফলাফল করার পর দেবাঞ্জনের কাছে বিদেশ থেকে খেলার অফার আসছে।দেশের সবথেকে বড় ‘কাউন্টার স্ট্রাইক’ প্রতিযোগিতায় ভারত সেরা ইএসএল কাপের সামার এবং ফল সিজন জিতে দেশের সেরা খেলোয়াড়ের সম্মান লাভের দৌড়ে দেবাঞ্জন অনেকটাই এগিয়ে রইল।

এখানে উল্লেখ করা যেতে পারে, ‘কাউন্টার স্ট্রাইক’ হচ্ছে বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় অনলাইন ভিডিও গেম। এই গেমে কোটি কোটি টাকা প্রাইজমানি থাকে। শুধু শিলচরেই নয়, উত্তর-পূর্ব ভারতে দেবাঞ্জনই প্রথম এই খ্যাতি অর্জন করার পর এবার তার লক্ষ্য হচ্ছে এখন ‘কাউন্টার স্ট্রাইক’র বিশ্বকাপ জয়।

২১ বছর বয়সী দেবাঞ্জন শুধু মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে। ছোটবেলা থেকেই কম্পিউটার গেম নিয়ে অত্যন্ত উৎসাহিত দেবাঞ্জন। ছেলের ভবিষ্যৎ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তার বাবা খুবই চিন্তিত ছিলেন। তবে ছেলের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে কিছু করানোর চেষ্টা করেননি। আর হয়তো তার জন্যই এই বিরল সম্মান অর্জন করতে পেরেছে তার ছেলে। তিনিও আজ গর্বিত।

২০০৯ সাল থেকেই ভিডিও গেম খেলতে শুরু করে দেবাঞ্জন। প্রথম দিকে বিভিন্ন ক্যাফেতে গিয়ে গেমটি খেললেও তারপর আস্তে আস্তে এক্ষেত্রে সফলতা আসতে শুরু করে।উত্তর পূর্ব স্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৬ সাল থেকে সে অনলাইনে জাতীয় স্তরে খেলতে শুরু করে। ২০১৮ সাল থেকে দেবাঞ্জন দেশের সেরা প্রতিযোগিতাগুলোতে অংশ নিচ্ছে এবং বলাবাহুল্য বেশ কয়েকটি খেতাবও ইতিমধ্যেই জিতে নিয়েছে। গত বৎসর দেশের সেরা তিন খেলোয়াড়ের মধ্যে তার নাম ছিল। তাছাড়া সাউথ এশিয়ার বিভিন্ন দেশ থেকে সে আমন্ত্রণ পাচ্ছে।ভিডিও গেমের ক্ষেত্রে বছরে বিশ্বকাপ পর্যায়ে একটি প্রতিযোগিতা হয়। ভারতের প্রতিনিধি হিসেবে ১০০ মিলিয়ন ডলার মূল্যের এই প্রতিযোগিতার পুরস্কার জেতাই লক্ষ্য দেবাঞ্জনের।এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভারতীয় খেলোয়াড় হিসেবে বিজয়ী হয়ে দেশে ফেরার স্বপ্ন দেখছে দেবাঞ্জন। তার স্বপ্ন সফল হলে বরাক উপত্যকার জন্য যে বিরাট গর্বের বিষয় তা আর বলার অপেক্ষা রাখে না। এখন শুধু সময়ের অপেক্ষা।

Comments are closed.