বংশবৃক্ষের মার : লালা গান্ধী ভবনে রাত কাটাতে গিয়ে তালাবন্দী - সকালে উদ্ধার ।
জাতীয় নাগরিক পঞ্জির জন্য আসামের জনগনের হেনস্তা এক নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বংশবৃক্ষের পরীক্ষা দিতে এসে ভেরিফিকেশন কেন্দ্রে রাত কাটালেন দুই ব্যক্তি। লালার বার্নারপুর চা বাগান এলাকার দুই ব্যাক্তি বংশবৃক্ষের নথিপত্র ভেরিফিকেশনের জন্য বৃহস্পতিবার লালা গান্ধী ভবন ভেরিফিকেশন কেন্দ্রে আসেন। কিন্ত তাদের ভেরিফিকেশন পর্ব শেষ হতে রাত দশটা বেজে যায়। বাড়িতে যাওয়ার জন্য কোন গাড়ি না পেয়ে শেষ পর্যন্ত রাতভর গান্ধী ভবনে বসে মশার কামড় খেয়ে অভুক্ত অবস্থায় রাত কাটালেন দুই ভাই সেবক রবিদাস ও লালু রবিদাস।
জানা গেছে, বংশবৃক্ষের পরীক্ষার ডাক পেয়ে উনিশ এপ্রিল লালা গান্ধী ভবনে হাজির হন বার্নারপুর বাগানের দুই ভাই সেবক ও লালু রবিদাস। কিন্ত তাদের ভেরিফিকেশন শেষ হতে রাত প্রায় ন’টা বেজে যায়। বাড়ি যাওয়ার জন্য কোন গাড়ি খুঁজে না,পেয়ে ভেরিফিকেশন সেন্টারে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সাত সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। খাওয়া দাওয়া হয় নি। আর ভেরিফিকেশনের দৌড়ে দিনেও খাওয়া হয় নি। রাতেও জুটে নি আহার। এহেন অবস্থায় খালি পেটে রাত কাটান তারা।
বিদ্যুৎ চলে যাওয়ায় মশার উপদ্রবের মধ্যে এক তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে রাত কাটান তারা।গান্ধী ভবনের ভেতর তালাবন্দি দুই ব্যাক্তির উপস্থিতি টের পান স্থানীয় নাগরিকরা। শেষ পর্যন্ত বেলা পৌনে ন’টা নাগাদ তালা খুলে দুই ভাইকে উদ্ধার করা হয়। বাড়ি যাওয়ার আগে সেবক ও লালু তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে যান।
Comments are closed.