Also read in

আজ রাত ১২টা থেকে গোটা দেশে টানা ২১ দিন‌ লকডাউন: প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী এক বড়োসড়ো সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। আজ রাত ১২ টা থেকে আগামী ৩ সপ্তাহের জন্য সারা দেশ লকডাউন করা হচ্ছে, ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দেশবাসীর জন্য তিনি এক লক্ষণরেখা টেনে দেন।

করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে ভারত। মারণ ভাইরাসের হানায় দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আজ রাত ১২ টা থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশ লকডাউন করা হচ্ছে, জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ”দেশবাসীকে বাঁচাতে এই পদক্ষেপ ছাড়া আর উপায় ছিল না। এটা একধরনের কার্ফু। দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না”।

এদিন মোদী বলেন, ”প্রত্যেক পরিবারের সদস্যদের জন্য, প্রত্যেক নাগরিকদের জন্য, এমনকি প্রধানমন্ত্রীর জন্য ও দরকার সামাজিক দূরত্ব। কিছু মানুষের ভুলের জন্য দেশের বড় বিপদ হতে পারে। গুরুত্ব সহকারে সামাজিক দূরত্ব বজায় না রাখলে বড় বিপদের মুখে পড়তে পারে দেশ”।

“আমরা যদি আগামী ২১ দিনের মধ্যে ম্যানেজ করতে না পারি, তাহলে আমরা ২১ বছর পিছিয়ে যাবো।” মোদি উল্লেখ করেন। তিনি সবাইকে ঘরে থাকার জন্য পরামর্শ দেন। যাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সেই সঙ্গে তাদের কথা ভাবতে বলেন যারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন।

Comments are closed.