Also read in

রোববার রাত নটায় নয় মিনিটের জন্য বৈদ্যুতিক বাতি নিভিয়ে প্রদীপ, মোমবাতি জালান, ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর

গতকালই জানা গিয়েছিল প্রধানমন্ত্রীর আজ সকাল ন’টায় জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেবেন। এটা শুনে একদিকে কৌতুহল অপরদিকে আশঙ্কার সৃষ্টি হয়েছিল, কি হয়, কি হয় । যাক প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় দেশবাসীকে একসাথে থাকার সংকল্প গ্রহণ করার এক ছোট কার্যসূচি জানালেন।

আগামী ৫ এপ্রিল, রবিবার রাত নটায় নয় মিনিটের জন্য ঘরের বৈদ্যুতিক বাতি নিভিয়ে দিন, প্রদীপ মোমবাতি নিদেনপক্ষে মোবাইলের ফ্লাশ জ্বালিয়ে রাখুন। এটা একটা সংকল্প যাতে বোঝা যায় আমরা সবাই একসাথে আছি। লকডাউন এ ঘরের ভেতরে থাকলেও দূরে নই। বরং আমরা সবাই একসাথে আছি।

তবে তিনি স্পষ্ট করে দেন যে কোন অবস্থাতেই কেউ যেন বাড়ির বাইরে পা না রাখে। রাস্তা, গলি কিংবা কোথাও জমায়েত না হয়।এই সংকট থেকে উদ্ধারের একটাই মুখ্য রাস্তা আমাদের সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করা। বাইরে না বেরিয়ে ঘরের মধ্যে থেকেই এই পদ্ধতিতে আমরা যেন বুঝিয়ে দেই যে ১৩০ কোটির দেশে এই সংকটের মুহূর্তে আমরা সবাই একসাথে রয়েছি এবং একসাথে এই মহামারীর বিরুদ্ধে লড়ছি। এই লড়াই কারো একার নয়।

আমাদের সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করা এবং ঘরের বাইরে পা না রাখার জন্য প্রধানমন্ত্রী বারবার অনুরোধ করেন।

Comments are closed.